স্পোর্টস ডেস্ক: সন্তান সম্ভবা অসুস্থ স্ত্রীর পাশে থাকতে আজ ব্যাংককের উদ্দেশে রওনা দেবেন জাতীয় দলের ড্যাশিং ব্যাটসম্যান তামিম ইকবাল। মূলত স্ত্রীর পাশে থাকতেই এশিয়া কাপ খেলবেন না তিনি।
ডাক্তারের দেয়া তথ্যমতে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৫ কিংবা ২৬ ফেব্রুয়ারি তামিম-আয়েশার ঘরে আসবে নতুন অতিথি। আর সন্তান জন্মের ২-৩ দিন পর দেশে ফিরবেন তিনি। দেশে ফিরেই ব্যাট হাতে নেমে পড়বেন প্যাকটিসে।
দেশে ছাড়ার আগে গণমাধ্যমকে তামিম জানান, ‘এশিয়া কাপ খেলাটা আমার কাছে বিরাট কিছু। দেশের হয়ে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। সিদ্ধান্ত নিতে অনেক ভাবতে হয়েছে। একরকম বাধ্যই হয়েছি এমন সিদ্ধান্ত নিতে। ১ শতাংশ সুযোগ থাকলেও খেলতাম। আসলে জীবনে তো এ ধরনের ঘটনা সব সময় ঘটবে না। আল্লাহ না করুন, যদি কিছু ঘটে যায়, আর আমি যদি পাশে না থাকতে পারি, নিজেকে ক্ষমা করতে পারব না।’
তামিম-আয়েশা জুটি
তবে দলকে শুভ কামনা জানাতে ভুলেননি দেশ সেরা এই ওপেনার। বলেন‘আমি না থাকলেও দেখবেন দল ভাল করছে। এতদিনে অন্যরা বুঝে গেছে কিভাবে টি-টোয়েন্টি খেলতে হয়। দলের জন্য শুভ কামনা।’
২০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর