স্পোর্টস ডেস্ক : পাঁচ দলের অংশগ্রহনে ওয়েস্ট ইন্ডিজে হতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগ। এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে দল পেলেন বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিব। তবে বাংলাদেশের কোনো দলে নয়, গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন তিনি।
প্রথমবারের মতো হতে যাওয়া টুর্নামেন্টটি শুরু হবে আগামী ২৬ নভেম্বর, শেষ ৭ ডিসেম্বর।
টুর্নামেন্টে অংশ নেওয়া দল গুলো হচ্ছে বাংলাদেশের রংপুর রাইডার্স, পাকিস্তানের লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া।
দলে ডাক পেলেও তানজিমের খেলা নিয়ে রয়েছে শঙ্কা। কারণ একই সময়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
বর্তমানে কাঁধের চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দলে তানজিমকে রাখা হয়নি।