শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:৩৭:২০

পিএসএলে কঠিন লড়াইয়ে মাঠে নামছে সাকিবের দল

পিএসএলে কঠিন লড়াইয়ে মাঠে নামছে সাকিবের দল

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানের দল করাচি কিংস পাকিস্তান সুপার লিগের কঠিন লড়াইয়ে মাঠে নামছে। লাহোরের বিদায়ে সেমিফাইনালে ওঠে সাকিব আল হাসানের করাচি কিংস।

টাইগারদের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের ঠিকানাও করাচি কিংস। এশিয়াকাপের জন্য অনুশীলন ক্যাম্পে ডাক দেয়া হয়েছে এই দুই টাইগারকে।

তাই এই দলের সাথে নেই তারা। এখন শুধু দলের সাফল্য-ব্যর্থতা দেখার পালা। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটার দিকে মাঠে গড়াবে এই লড়াই।

মিসবাহর নেতৃত্বে মাঠে নামবে ইসলামাবাদের ক্রিকেটাররা। অন্যদিকে শোয়েব মালিকের অধিনায়কত্বে এসেছে পরিবর্তন।

করাচি কিংস মাঠে নামবে রবি বোপারার নেতৃত্বে। শোয়েব মালিক খুবই বাজে ফর্মে রয়েছেন। সিপিএলে দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়েছিলেন তিনি।

সেই ঝলক আর নেই তার ব্যাটে। বড় লজ্জাও পেতে পারেন মালিক। অর্থাৎ ফাইনালে ওঠার এই ম্যাচে একাদশে নাও নেয়া হতে পারে শোয়েব মালিককে।
২০ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে