শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬, ০২:৪০:২৯

যেসব ক্রিকেটার নিয়ে মাশরাফিদের বিপক্ষে লড়াই করতে আসছেন আফ্রিদি

যেসব ক্রিকেটার নিয়ে মাশরাফিদের বিপক্ষে লড়াই করতে আসছেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : হাতে সময় নেই। যে কোনো সময় আফ্রিদির নেতৃত্বে ঢাকায় পা রাখবে পাকিস্তানের ক্রিকেটাররা। মাশরাফি বাহিনীর সাথে লড়াইয়ে মেতে উঠতে ঢাকায় আসার জন্য প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড।

২৩ ফেব্রুয়ারি হবে পাকিস্তানের সুপার লিগের ফাইনাল ম্যাচ। এই ম্যাচের পরে কোনো বিশ্রাম নেয়ার সুযোগ পাচ্ছেন পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটার।

সোজা বিমানের পথ ধরবেন তারা। তাদের গন্তব্য হবে রাজধানীর শাহজালাল আন্তজাতিক বিমান বন্দর। শোনারগাঁও হোটেল বরাবরই আফ্রিদিদের প্রধান পছন্দ হিসাবে থাকে।

বিমানবন্দর থেকে কোনো এক হোটেলরুমে চলে আসবেন পাকিস্তানের ক্রিকেটাররা। এশিয়াকাপে আহমদ শেহজাদ, ওমর গুল, কামরান আকমল ও ইয়াসিরের মত তারকা পাকিস্তানের দলে নেই।

দলীয় অধিনায়ক আফ্রিদি মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, উমর আকমল, সরফরাজ  আহমেদ, ইমাদ ওয়াসিম, আনোয়ার আলী, বাবর আজম, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ আমির, ইফতেখার আহমেদ, মোহাম্মদ ইরফান, রুম্মান রইস, ওয়াহাব রিয়াজ ও খুররম মনজুরকে নিয়ে এশিয়াকাপের জন্য বাংলাদেশ সফরে আসছেন।

২ মার্চ মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যেকার লড়াই। এর আগে ভারত ও পাকিস্তানের মধ্যেকার ম্যাচ রয়েছে। সেটি হবে ২৭ ফেব্রুয়ারি।
২০ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে