স্পোর্টস ডেস্ক: ব্যাক্তিগত পারফরম্যান্সে উন্নতি না ঘটালে দলের খেলোয়াড়দের আসন্ন টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে রাখা হবে না বলে সতর্ক করেছেন পাকিস্তানের জাতীয় দলের অধিনায়ক শহীদ খান আফ্রিদি।
ভারতে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপের জন্য এরইমধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে আফ্রিদি বলেছেন, চলমান পাকিস্তান সুপার লীগের (পিএসএল) এবং বাংলাদেশে অনুষ্ঠিতব্য এশিয়াকাপের পারফরমেন্স বিবেচনায় ‘শেষ মুহূর্তে’ দলে পরিবর্তন করা হতে পারে বলে এমনটাই জানালেন ক্রিকবাজ ওয়েবসাইটকে।
ক্রিকবাজকে দেয়া সাক্ষাৎকারটিতে তিনি আরো বলেন, ‘আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপ দুই ইভেন্টের জন্য যে দল ঘোষণা করা হয়েছে- আমরা আশা করছি তাতে কোনো পরিবর্তন আনতে হবে না। কিন্তু কোনো খেলোয়াড় এশিয়াকাপে ব্যর্থ হলে টি-২০ বিশ্বকাপের দলে পরিবর্তন আনা হতে পারে।’
টি-২০ বিশ্বকাপের দল জমা দেয়ার জন্য ৮ ফেব্রুয়ারি সময়সীমা নির্ধারণ করে দিয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কিন্তু পিসিবির অনুরোধে সে সময়সীমা দুই দিন বাড়ানো হয়েছিল।
পিএসএলে ভাল পারফরম্যান্সের সুবাধে দেশটির দুই খেলোয়াড় মোহাম্মদ নওয়াজ এবং রুম্মন রইস। এশিয়া টি-২০ বিশ্বকাপ উভয় দলেই জায়গা পেয়েছেন তারা। তবে বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়ের ধারাবাহিক ব্যর্থতায় হতাশ আফ্রিদি। বলেন, ‘টিম ম্যানেজমেন্ট, নির্বাচকমন্ডলী এবং আমি সকল খেলোয়াড়কে পূর্ণ আস্থা ও সমর্থন দিয়েছি। কিন্তু সব খেলোয়াড়ের কাছ থেকে একই প্রতিদান পাওয়া যায়নি।’
উঠতি খেলোয়াড়রা পিএসএল থেকে উপকৃত হবে এবং ভবিষ্যতে পাকিস্তান জাতীয় দলের হয়ে ভাল করবেন বলেও আশা প্রকাশ করেন আফ্রিদি। -
২০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর