শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:৫১:৩২

এশিয়াকাপে ৩ বাংলাদেশিসহ আম্পায়ার থাকছেন যারা

এশিয়াকাপে ৩ বাংলাদেশিসহ আম্পায়ার থাকছেন যারা

স্পোর্টস ডেস্ক : এশিয়াকাপের লড়াই শরু হয়েছে মূলতঃ ১৯ ফেব্রুয়ারি থেকেই। তবে মূল পর্বের লড়াই শুরু হবে ২৪ ফেব্রুয়ারি থেকে।

এশিয়াকাপে ম্যাচ পরিচালনায় কারা থাকবেন এটি চূড়ান্ত করেছে আইসিসি। বাংলাদেশের ৩ জন স্বনামধন্য আম্পায়ার থাকবেন এশিয়াকাপের ম্যাচ পরিচালনায়।

দীর্ঘদিনের অভিজ্ঞ এনামুল হক মণি রয়েছেন এই তালিকায় সবার উপরে। অন্যদের মধ্যে রয়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও আনিসুর রহমান।

ভারত ও শ্রীলঙ্কার আম্পয়ারও রয়েছেন এশিয়াকাপে। ভারতের হলেন অনিল চৌধুরী ও শ্রীলঙ্কার রুচিরা পাল্লিইয়াগুরুগী। পাকিস্তান থেকে আম্পয়ার হিসাবে সোয়াব রাজা।

এশিয়াকাপে নিউজিল্যান্ডের জেফরি ক্রো ও ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসন থাকবেন ম্যাচ রেফারি।
২০ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে