শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:১৪:২৯

‘টাকা দিয়ে বিশ্বকাপ কেনা যায় না’

‘টাকা দিয়ে বিশ্বকাপ কেনা যায় না’

স্পোর্টস ডেস্ক: এবার বোমা ফাটানো তথ্য দিলেন ফিফার সাময়িক বরখাস্ত সভাপতি সেপ ব্লাটার। ২০১৮ ও ২০২২ সালের রাশিয়া ও কাতারের বিশ্বকাপ আয়োজক নির্ধারণের ব্যাপারে দুর্নীতির অভিযোগ অনেক পুরনো। অর্থের বিনিময়ে ভোট কিনে তারা আয়োজক হয়েছে বলে অভিযোগ। কিন্তু এবার ভিন্ন খবর দিলেন সাবেক ফিফা প্রেসিডেন্ট।

ফিফার সাবেক এ বিতর্কিত সভাপতি ২০২২ কাতারের বিশ্বকাপ আয়োজক হওয়া নিয়ে সাফ জানিয়েছেন, ‘টাকা দিয়ে বিশ্বকাপের আয়োজক হওয়া যায় না। এমনকি টাকায় দিয়ে বিশ্বকাপ কেনা যায় না।

২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপ আয়োজক হবে এটা ভোটাভুটির আগেই সিদ্ধান্ত হয়ে গিয়েছিলে বলে জানালেন তিনি। এছাড়া ২০২২ সালের কাতার বিশ্বকাপ নিয়েও ভোটাভুুিটর আগেই এক ধরের বোঝাপড়া হয়ে গিয়েছিল বলে জানালেন তিনি।

গত বৃহস্পতিবার ফিফার আপিল কমিটির শুনানিতে হাজির হয়েছিলেন ব্ল্যাটার। এ সময়  ব্ল্যাটার সংবাদমাধ্যমকে খোলাখুলিই জানিয়েছেন ২০২২ বিশ্বকাপের ভোটাভুটি নিয়ে পর্দার পেছনের কিছু ঘটনা। ২০১০ সালে ফ্রান্সের সেসময়ের প্রেসিডেন্ট নিকোলাই সারকোজি এই ভোটাভুটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রাজনৈতিক স্বার্থেই ২০২২ বিশ্বকাপের আয়োজক হিসেবে কাতারকে চেয়েছিল ফ্রান্স।

২০২২ বিশ্বকাপের ভোটাভুটি নিয়ে অনৈতিক আর্থিক লেনদেনের দুর্নীতির অভিযোগ ফিফার সাবেক সভাপতি সেপ ব্ল্যাটারের বিরুদ্ধে। সংস্থার নৈতিকতা কমিটি এক আর্থিক কেলেঙ্কারির অভিযোগে এরই মধ্যে ৭৯ বছর বয়সী ব্ল্যাটারকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করেছে। তবে ব্ল্যাটার অবশ্য নিজেকে সব সময়ই নির্দোষ দাবি করে এসেছেন। বলেছেন, অন্যের অপরাধের দায়ভার তিনি কেন মাথায়​ নেবেন। কাতারের বিশ্বকাপ আয়োজক হওয়া নিয়েও তাঁর সাফ কথা, ‘টাকা দিয়ে বিশ্বকাপের আয়োজক হওয়া যায় না।সূত্র: এএফপি, মেটাফুটবল।

২০ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে