স্পোর্টস ডেস্ক : দেশের মাটিতে টানা দুটি এশিয়াকাপের বাইরে তামিম ইকবাল। গতবারের এশিয়াকাপে ফাইনাল খেলে বাংলাদেশ।
কিন্তু ইনজুরির কারণে দলের সাথে ছিলেন না তিনি। এবারও এশিয়াকাপে খেলা হচ্ছে না তামিম ইকবালের। একবুক কষ্ট নিয়ে এশিয়াকাপ মিস হওয়ার বিষয়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন তামিম ইকবাল।
দেশের একটি ইংরেজি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে তামিম ইকবাল বলেন, আমি এবারের এশিয়াকাপ ভীষণ মিস করব।
তামিম বলেন এটা আমার জন্য হবে খুবই যন্ত্রনার। টুর্ণামেন্ট থেকে নিজেকে সরিয়ে রাখার মত কঠিন সিদ্ধান্ত নিয়েছি আমি।
তামিম বলেন, পাকিস্তানের সুপার লিগে আমি রান পেয়েছি। এশিয়াকাপেও হয়তো রান পেতাম। দেশের জন্য ভালো হত কিন্তু জীবনের কঠিন সময়ে আছি বলে সেসব আর হচ্ছে না।
সবার কাছে দোয়া চেয়ে তামিম বলেন, এমন সিদ্ধান্ত নেয়া ছাড়া আর কোনো উপায় নেই আমার সামনে। প্রসঙ্গত, আর এক সপ্তাহের মধ্যে সন্তান ভূমিষ্ট হতে পারে তামিমের।
তামিমের স্ত্রী থাইল্যান্ডে রয়েছেন। তামিম তার স্ত্রীকে সময় দেবেন।
২০ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর