শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ১০:১৫:৫০

নতুন জার্সি পরে প্রকাশ্যে এলেন লিওনেল মেসি

নতুন জার্সি পরে প্রকাশ্যে এলেন লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের নতুন জার্সি পরে প্রকাশ্যে এলেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ জার্সি তৈরি করা হয়েছে।

ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রেজিও রোমানো শুক্রবার সোশ্যাল মিডিয়ায় নতুন জার্সি গায়ে লিওনেল মেসির ছবি প্রকাশ করছেন। অন্যদিকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও তাদের সোশ্যাল অ্যাকাউন্টে নতুন জার্সি নিয়ে দলের খেলোয়াড়দের একটি ভিডিও প্রকাশ করেছে। যাতে ছিলেন মেসি, এমি মার্তিনেজসহ অনেকেই।

প্যারাগুয়ের বিপক্ষে মেসির পারফর্মেন্স দশে পাঁচ, বাকিরা কত পেলেন?প্যারাগুয়ের বিপক্ষে মেসির পারফর্মেন্স দশে পাঁচ, বাকিরা কত পেলেন?

জানা গেছে, আগামী ১৯ নভেম্বর পেরুর বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এই জার্সি পরেই খেলতে নামবেন মেসিরা। অবশ্য জার্সিটি আজ শেষ হওয়া প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচেই উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু নানা জটিলতায় সেটি আর হয়ে ওঠেনি।

নতুন জার্সিতে আকাশী নীল রঙ অনেকটাই হালকা হয়ে এসেছে। কাঁধের নীল রঙের স্ট্র্যাপ নেই। উজ্জ্বল হয়েছে সোনালী রঙে এএফএ এবং অ্যাডিডাসের লোগো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে