শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:৪১:৩৮

‘আমরা কি জীবনেও বদলাবো না?’

‘আমরা কি জীবনেও বদলাবো না?’

স্পোর্টস ডেস্ক: শুধু ক্রিকেট নয়, মানবিক গুণাবলীতেও মুশফিকুর রহিম অনন্য। এর প্রমাণ তিনি অনেক বারই দিয়েছেন। এবারও তিনি তাই করে দেখালেন।
এ মুহূর্তে দেশের আলোচিত ঘটনা হবিগঞ্জের সুন্দ্রাটিকি গ্রামে নির্মমভাবে চার শিশু হত্যা। এমন বর্বর ঘটনায় আর সবার মত মর্মাহত মুশফিক। তাই প্রতিবাদও জানিয়েছেন নিজস্ব ভঙ্গিতে, কিছুটা অভিনব উপায়ে।

শিশু হত্যার প্রতিবাদে একটি বোর্ড বানিয়েছেন মুশফিক। বোর্ডটির ওপরে ইংরেজিতে লেখা, 'Please Stop This Heinous Act' যার অর্থ 'দয়া করে এমন ঘৃণ্য কাজ বন্ধ করুন।' এর  মাঝে বাংলায় 'চার শিশুকে মেরে লাশ বালুচাপা'  লিখে একটা গ্রাফ দিয়েছেন মুশফিক। গ্রাফটিতে ২০১২ সাল থেকে বাংলাদেশে শিশু হত্যার পরিসংখ্যান দেয়া হয়েছে। পাশেই দুই নিহত শিশুর ছবি।

বোর্ডটি দুই হাতে নিয়ে ছবি তুলে তা ফেসবুকে নিজের পেজে পোস্ট করেছেন। স্ট্যাটাসে লিখেছেন, 'আমরা কি জীবনেও বদলাব না? এসবের শেষ কবে? আমাদের মানবতা কোথায় হারিয়ে গেল? শিশু নির্যাতন কোনভাবেই মেনে নেয়া যায় না...।
২০ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে