স্পোর্টস ডেস্ক: আজ বাংলাদেশের হার্ট হিটার ব্যাটসম্যান তামিম ইকবাল তার সন্তানম্ভাবা স্ত্রীকে সঙ্গ দিতে ব্যাংকক গিয়েছে। সেখানেই চলতি মাসের শেষ দিকে তামিম-আয়েশার প্রথম সন্তান হবার কথা। ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপে স্বাভাবিক কারণেই থাকছেন না তামিম। তবে মার্চে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপে ঠিকই দলে থাকছেন তিনি।
আজ বিকালে ব্যাংকক রওনা হন তামিম। ব্যাংকক রওনা হবার আগে সবার কাছে দোয়া চেয়েছেন তামিম।‘আমার স্ত্রীর জন্য খুবই গুরুত্বপূর্ণ সময় এটা। এ সময় তার পাশে থাকাটা আমার জুরুরী। আমি প্রথমবার বাবা হতে যাচ্ছি। বাবা হওয়ার অনুভূতি কি আমার জানা নেই। তবে বন্ধুরা বলছে, এটা গ্রেট মমেন্ট। আমার কাছেও তাই মনে হচ্ছে। আমি সবার কাছে দোয়া চাই।
২০ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস