রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ০১:৫৫:২৭

তুমি একজন কাপুরুষ, আমি তোমাকে পছন্দ করি না: মেসি

তুমি একজন কাপুরুষ, আমি তোমাকে পছন্দ করি না: মেসি

স্পোর্টস ডেস্ক : লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশে উন্মাদনা আগে থেকেই ছিল। তবে কাতার বিশ্বকাপে মেসিদের দেশ নিয়ে এ দেশের মানুষের উন্মাদনা ভিন্ন মাত্রা পায়। 

সোশ্যাল মিডিয়ার কল্যানে যা নজর কাড়ে আর্জেন্টিনারও। তিন যুগের অপেক্ষা শেষে মেসিদের বিশ্বকাপ জয়ের পর বুয়েন্স আইরেসের রাস্তায় শিরোপা উদযাপনে ঠাঁই পায় বাংলাদেশও। দেশটির গণমাধ্যমে প্রাধান্য পায় লাল-সবুজের দেশের খবর। 

বাংলাদেশি ভক্তদের আবেগ ও ভালোবাসার আবারও প্রতিদান দিলো আর্জেন্টিনা। নিজেদের নতুন জার্সির বিজ্ঞাপনে বাংলাদেশকেও রেখেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ এই জার্সি তৈরি করা হয়েছে। 

সোশ্যাল মিডিয়ায় নতুন জার্সি নিয়ে দলের খেলোয়াড়দের একটি ভিডিও প্রকাশ করেছে এএফএ। ১ মিনিট ১৭ সেকেন্ড ব্যাপ্তির এই ভিডিওতে দেখা গেছে লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজ, ডি পলসহ আর্জেন্টিনার তারকা ফুটবলারদের। ভিডিওটির ৪৮-৪৯ সেকেন্ডে দেখানো হয় দেয়ালে ঝোলানো টিভিতে বিশ্বকাপের সময় বাংলাদেশের সমর্থকদের উন্মাদনার সেই ফুটেজ। আর্জেন্টিনার গোল উদযাপন করছেন বাংলাদেশি হাজার হাজার সমর্থক। কাতার বিশ্বকাপ চলাকালীন এমন ভিডিও ছড়িয়ে পড়েছিল মুহূর্তেই। 

আগামী মঙ্গলবার পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এই জার্সি পরেই খেলবেন লিওনেল মেসিরা। নতুন জার্সিতে আকাশি নীল রং অনেকটাই হালকা হয়ে এসেছে। কাঁধের নীল রঙের স্ট্র্যাপ নেই। উজ্জ্বল হয়েছে সোনালি রঙে এএফএ ও অ্যাডিডাসের লোগো।

বিশ্বকাপ বাছাইয়ের ম‍্যাচে শুরুতে এগিয়ে গিয়েও প্যারাগুয়ের কাছে ২-১ ব‍্যবধানে হেরেছে আর্জেন্টিনা। দলের এমন হারের দিনে রেফারির সিদ্ধান্তে মাঠেই রাগ ঝাড়েন লিওনেল মেসি।

ম্যাচের ৩৩ মিনিটের ঘটনা। ফাউলের জন্য হলুদ কার্ড দেখেন প্যারাগুয়ে ডিফেন্ডার ওমর আলদেরেতে। এই ঘটনার ৪ মিনিট পর আবারও ফাউল করেন তিনি। এবার তার ফাউলের শিকার হন লিওনেল মেসি। তবে এবার আর হলুদ কার্ড দেখাননি ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন দারোঙ্কো। তাতেই আপত্তি আর্জেন্টাইনদের। এ ঘটনায় মাঝ বিরতির সময় মাঠেই রাগ ঝাড়েন মেসি।

এসবিএস স্পোর্টস জানিয়েছে, মেসি সে সময় বলেছিলেন, ‘তুমি একজন কাপুরুষ, আমি তোমাকে পছন্দ করি না।’ এমন আচরণের জন্য শাস্তিও হতে পারে মেসির। তিনি পেতে পারেন নিষেধাজ্ঞা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে