স্পোর্টস ডেস্ক : বর্তমানে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনার ত্রি-ফলাখ্যাত মেসি-নেইমার-সুয়ারেজের মধ্যে বুঝা-পড়াটা কেমন, মাঠে এর প্রমাণ হরহামেশাই দেখতে পায় ভক্তরা। তবে মাঠের বাইরেও যে বার্সা ত্রয়ীর মধ্যে রয়েছে দারুণ বন্ধুত্ব এ খবর হয়ত অনেকের কাছে অজানা!
কাতালানদের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার আইভান রাকিটিচ ভিতরের খবরই জানালেন বার্সা ভক্তদের। তিনজন নিজেদের মধ্যে গড়ে তুলেছেন দারুণ এক বন্ধুত্বের সম্পর্ক। যা দেখে শত্রু-মিত্র ঈর্ষা করতে পারে! রাকিটিচ বলছেন, ‘তিনজনের রয়েছে ভিন্ন রকমের ব্যক্তিত্ব। তবে তাদের মধ্যে সম্পর্কটা অসাধারণ। সবচেয়ে বিস্ময়ের বিষয় হলো, মেসি, নেইমার কিংবা সুয়ারেজ অহঙ্কারী নন।’
অনেকেই মনে করতে পারেন রাকিটিচের বক্তব্যে সম্ভবত রঙ চড়ানো হয়েছে। কিন্তু ক্রোট এ মিডফিল্ডারের মতে, ফুটবল ইতিহাসেরই সেরা বন্ধু এই তিনজন। এর মধ্যে একটুও সন্দেহ নেই। আর মেসি-নেইমার-সুয়ারেজের বন্ধুত্ব বার্সেলোনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
চলতি মৌসুমে এরই মধ্যে তিনজন মিলে ৮৯ গোল করেছেন (সুয়ারেজ ৪০, মেসি ২৭ ও নেইমার ২২)। মৌসুমের বাকি সময়টাতে এই সংখ্যা কত হবে তা কেবল ভবিষ্যতই বলতে পারে। বার্সা ত্রয়ীর দুর্দান্ত পারফরম্যান্সই আরও একবার বার্সেলোনাকে ট্রেবল জয়ের স্বপ্ন দেখাচ্ছে।
২১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস