বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ১১:১১:৪২

ডক্টরেট ডিগ্রি পেলেন অলরাউন্ডার ক্রিকেটার মঈন আলী

ডক্টরেট ডিগ্রি পেলেন অলরাউন্ডার ক্রিকেটার মঈন আলী

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে অসামান্য অবদান রাখায় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন মঈন আলী। ইংল্যান্ডের সাবেক এই অলরাউন্ডারকে সম্মানজনক এই ডিগ্রি দিয়েছে কভেন্ট্রি বিশ্ববিদ্যালয়।

গত সোমবার (১৮ নভেম্বর) কভেন্ট্রি ক্যাথেড্রালে এক অনুষ্ঠানে তিনি এই সম্মাননা গ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, ‘ক্রিকেট খেলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা মঈন আলীকে সম্মানসূচক ডক্টরেট অব আর্টসে ভূষিত করছি। তাকে এই সম্মাননা জানাতে পেরে আমরা গর্বিত।’

এ ডিগ্রি পাওয়ার পর মঈন বলেছেন, ‘কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় আমাকে এই চমকপ্রদ সম্মানে ভূষিত করায় আমি রোমাঞ্চিত। এর অংশ হতে পারা এবং শিক্ষার্থীদের সঙ্গে দিনটি ভাগ করে নেওয়া দারুণ ব্যাপার। আমি সব সময় আমার সাধ্যমতো সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।'

'এখন আমি আর ইংল্যান্ডের হয়ে খেলি না। তবে এখনো মানুষ আমার কাছে এসে বলে “তুমি খেলেছ বা তুমি যেভাবে খেলেছ, সেটা দেখেই আমি খেলি বা আমার সন্তানেরা খেলে।” এই কথাগুলোই আমার কাছে খেলাধুলায় সত্যিকারের সাফল্য।’-যোগ করেন তিনি।

ইংল্যান্ডের হয়ে দুটি বিশ্বকাপ (২০১৯ ওয়ানডে, ২০২২ টি–টোয়েন্টি) জিতেছেন মঈন আলী। ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন ১৩ ম্যাচে। তিন সংস্করণ মিলিয়ে খেলেছেন ২৯৮ ম্যাচ। করেছেন ৬৬৭৮ রান, নিয়েছেন ৩৬৬ উইকেট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে