স্পোর্টস ডেস্কধ আর্জেন্টিনার ফুটবল যাদুকর লিউনেল মেসি চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন। তবে ছেলের নাম রাখা নিয়ে কিছুটা ঝামেলায় পড়ে যান মেসি। অবশেষে ছেলের নামও রাখা হয়েছে। নাম হল- ‘মাতেও’। আর দ্বিতীয় ছেলে মাতেও-র নামেই তৈরি করলেন বুট, আর সেই বুট পরে ইতিমধ্যেই মাঠেও নেমেছেন মেসি।
২০১২ সালে মেসির প্রথম ছেলে থিয়াগোর জন্ম হয়। আর গত ১১ই সেপ্টেম্বর মেসি-রোকুজ্জো দম্পতির ঘরে আসে আরও একটি নতুন অতিথি। তার নাম মাতেও। আর ‘মাতেও’-র নামেই বানানো বুট নিজের পায়ের পরেন মেসি। জার্মানির জনপ্রিয় ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘অ্যাডিডাস’ মেসির এই বুট তৈরি করে।
অ্যাডিডাসের তৈরি করা ঐ বুট জোড় দিয়ে চ্যাম্পিয়ন্স লীগের রোমার বিপক্ষে খেলেছেনও মেসি। আর সেটিই ধরা পড়েছে ঐ ম্যাচ সম্প্রচার করা টেলিভিশনের ক্যামেরা পরিচালনাকারীদের ফ্রেমে। পরে সেটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়েও পড়ে।
২২ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ