রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:১৩:১৯

নিজের প্রথম এশিয়া কাপে সেরাটা দেবেন কাটার মুস্তাফিজ

নিজের প্রথম এশিয়া কাপে সেরাটা দেবেন কাটার মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: সদ্য শেষ জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয়েছিল মুস্তাফিজুর রহমানকে। এরপর ফিজিও ও চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে ইনজুরি কাটিয়ে এখন অনেকটাই সুস্থ মুস্তাফিজ।

২৪ তারিখে থেকে দেশের মাটিতে বাজতে শুরু করেছে এশিয়া কাপের দামামা। ভারত-পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে কঠিন প্রতিদ্বন্দ্বীতা করতে হবে টাইগারদের। এর আগে ভারত-পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হলেও এটিই মুস্তাফিজের প্রথম এশিয়া কাপ। তবে তিনি প্রস্তুত এশিয়া কাপে নিজের সেরাটা বুঝিয়ে দিতে।

গতকাল (শনিবার) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে মুস্তাফিজ বলেন, ‘এটাই আমার প্রথম এশিয়া কাপ। এর আগে এশিয়া কাপ খেলি নাই। দলে রাখার জন্য কোচ-নির্বাচকদের ধন্যবাদ। আমাকে যেহেতু রেখেছে, চেষ্টা করবো আমার সেরাটা দেয়ার।’

এর আগের দ্বিপাক্ষিক সিরিজগুলো থেকে এশিয়া কাপ অনেক বড় টুর্নামেন্ট। তাই ব্যক্তিগত ও দলগত কতটা চ্যালেঞ্জের মুখে পড়ছেন জানতে চাইলে মুস্তাফিজ বলেন, ‘জিম্বাবুয়ে সিরিজের পর খুলনা ও চট্টগ্রামে অনুশীলন ছিল। এখন সব কিছু ঠিক আছে। আশা করি সামনে ভালো কিছু হবে।’

তবে শেষে ইনজুরি সমস্যার নিয়েও মুখ খুললেন মুস্তাফিজ। জানালেন, ‘এখন অনেক ভালো। অনুশীলন চলছে। আরো চারদিন আছে। আশা করি সব বল করতে পারবো।’
২১ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে