রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:৪৬:৪৮

এবার পুরোপুরি ফিট, এশিয়াকাপে শিরোপা জয় নিয়ে হুঙ্কার দিলেন মুস্তাফিজ

এবার পুরোপুরি ফিট, এশিয়াকাপে শিরোপা জয় নিয়ে হুঙ্কার দিলেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : সাহসের প্রত্যয় কাটার বয় মুস্তাফিজুর রহমানের কন্ঠে। মুস্তাফিজুর রহমানকে নিয়ে বেশ চিন্তা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ভক্তদের।

এশিয়াকাপের আগে তিনি কতটা ফিট হতে পারেন বলে জিজ্ঞাসা ছিল সবার। এবার এই বিষয়ে নিজের মুখে জানিয়েছেন মুস্তাফিজ।

মিরপুর স্টেডিয়ামে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, এখন আমি পুরোপুরি ফিট। যে কোনো ধরনের বল করতে পারব।

মুস্তাফিজুর রহমান হুঙ্কার দেন সব দেশকেই। ভয়ডরহীন কন্ঠে তিনি বলেন, প্রতিটি দেশই চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামে।

আমরাও চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামব। মুস্তাফিজ বলেন, এটাই আমার প্রথম এশিয়াকাপ। এর আগে এশিয়াকাপ দেখেছে। আর এবার মাঠে নামার সুযোগ পাচ্ছি।

এজন্য বিসিবিকে ধন্যবাদ জানিয়ে মুস্তাফিজ বলেন, দেশের মাটিতে বসা এ আসরে আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করব।
২১ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে