স্পোর্টস ডেস্ক : আর মাত্র দুই দিন পরে মাঠে গড়াতে যাচ্ছে এশিয়াকাপ। এর আগে দু:সংবাদ শুনতে হলো সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমকে।
দেশের এই দুই তারকা ক্রিকেটার বড় স্বপ্ন নিয়ে পাকিস্তানের সুপার লিগে খেলতে যান। দলকে সেফিফাইনালে তুলে বাংলাদেশে চলে আসেন এই দুই তারকা।
কিন্তু এবার ষোলকলা পূর্ণ হয়েছে সাকিব-মুশফিকের স্বপ্নের। লজ্জাজনক পরাজয় হয়েছে করাচি কিংসের। মিসবাহর ইসলামাবাদের বিপক্ষে শুরুতে ব্যাট করে মাত্র ১১১ রান সংগ্রহ করে সাকিবের দল।
এই রানের টার্গেটে হেসে খেলে ৯ উইকেটে জয় পেয়েছে ইসলামাবাদ। মাত্র ১৪ ওভার দুই বলে ১১৫ রান করে দলের জয় নিশ্চিত করেন স্মিথ ও ব্রাড হ্যাডিন।
করাচিতে ১১১ রানে বেঁধে ফেলার নায়ক মোহাম্মদ সামি। কয়েকদিন আগে বরিশাল বুলসের হয়ে বিপিএল খেলা সামি এদিন ৪ ওভারে ৮ রান দিয়ে নেন ৫টি উইকেট।
সামির তাণ্ডবে ভেঙ্গে পরে রবি বোপারার শিবির। শোয়েব মালিক এদিন কোনো রান করেই আউট হন। এর মাধ্যমে শেষ হয় সাকিব-মুশফিকের দলের এবারের পিএসএল।
এর আগে ফাইনাল নিশ্চিত করে কোয়েটা গ্লাডিয়েটরস। এখন আর একটি ম্যাচে ফাইনালে যাওয়ার লড়াইয়ে মাঠে জালমি ও ইসলামাবাদ।
২১ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর