স্পোর্টস ডেস্ক : বাচ্চাদের কে না ভালবাসে। বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমও আলাদা নন।এবার দেশে শিশু হত্যার বিরোধিতায় অভিনব প্রতিবাদের রাস্তা বেছে নিলেন তিনি।
অতীতেও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন মুশফিকুর। নিজের ফেসবুকে দেয়া এ বিষয়ে স্ট্যাটাসের কারণে তিনি এবার ভারতীয় মিডিয়ার টপ নিউজ।
এবার প্রতিবাদের জন্যে বেছে নিলেন ফেসবুককে। চার শিশুকে মেরে তাদের দেহ বালি চাপা দেওয়ার মতো ভয়ঙ্কর ঘটনা মনে মনে একদমই মেনে নিতে পারেননি বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম ভরসা। তার বিরুদ্ধে মুখ না খুললেও বুঝিয়ে দিয়েছেন তিনি মেনে নিতে পারেননি এই নির্মম ঘটনা।
শনিবার ফেসবুকে তার নিজের অফিসিয়াল অ্যাকাউন্টে নিজের ছবি পোস্ট করেন। যে ছবিতে তিনি হাতে ধরে রেখেছেন এতটি পোস্টার। তার নিজের হাতে বানানো সেই পোস্টারে রয়েছে প্রতিবাদের কথা।
যেখানে লেখা রয়েছে, ‘‘দয়া করে এই সব বন্ধ করুণ। সবাই এর বিরুদ্ধে সোচ্চার হোন।’’ সেই মর্মান্তিক ঘটনার ছবি কেটে সেই পোস্টারে ব্যবহার করেছেন তিনি। বুঝিয়ে দিয়েছেন কোনও ভাবেই মানতে পারছেন না তিনি।
গত ১২ ফেব্রুয়ারি খেলতে খেলতেই নিরুদ্দেশ হয়ে গিয়েছিল এই চারজন। পরে তাদের দেহ উদ্ধার হয়। যেভাবে ক্রিকেটের জন্য পুরো দেশ দলের পাশে দাঁড়ায় ঠিক সেভাবেই এই ঘটনার প্রতিবাদে দেশকে এক হওয়ার আবেদন জানিয়েছেন মুশফিকুর।
ফেসবুকে ছবি পোস্ট করে মুশফিকুর লিখেছেন, ‘‘আমরা কি জীবনেও বদলাবনা? এ সবের শেষ কবে? আমাদের মানবতা কোথায় হারিয়ে গেল? শিশু নির্যাতন কোন ভাবেই মেনে নেয়া যায় না... ’’-আনন্দবাজার
২১ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর