রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬, ০১:১৬:২৩

বাউন্সারের আঘাতে মাটিতে লুটিয়ে পড়লেন স্মিথ

 বাউন্সারের আঘাতে মাটিতে লুটিয়ে পড়লেন স্মিথ

স্পোর্টস ডেস্ক: বল হাতে এগিয়ে এলেন কিউ পেসার নেইল ওয়াগনার। তার রুখে দিতে ক্রিজে দাঁড়িয়ে অজি অধিনায়ক স্টিভ স্মিথ। নেইল দৌঁড়ে এসে স্বজোরে বলটি বাউন্স দিলেন। আর এদিকে স্মিথ বলটি খেলবেন কি খেলবেন না এ করতে করতে বলটি এসে পড়ে তার মাথার পেছনের অংশে। নিমেষে মাটিতে লুটিয়ে পড়লেন অজি অধিনায়ক। সাথে সাথে কিউ খেলোয়াড়রা নিশ্চিত হতে চাইলেন কিছু হয়েছে কি না স্মিথের। অস্ট্রেলিয়ার টিম চিকিৎসক পিটার ব্রাকনার এলেন। ভালো করে দেখলেন স্মিথকে। কিছু হয়নি। আবার খেলা শুরু করলেন স্মিথ।

ঘটনাটি চলমান ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনের ঘটনা। রবিবার ৭৬.৩ ওভারেই ঘটনাটি ঘটে। স্মিথ ৭৮ রানে দাঁড়িয়ে তখন। ওই ওভারের পরই হয় চা বিরতি। লাঞ্চের আগেও স্মিথের ওপর দিয়ে বাউন্সারের ঝড় বইয়ে দিয়েছেন ট্রেন্ট বোল্ড ও ওয়াগনার। ব্যাটসম্যানের মনযোগ নষ্ট করা যায়নি।

অস্ট্রেলিয়া লড়ছে বিশ্ব র‌্যাকিংয়েয়ে আবারো পূর্বের স্থানটা ফিরে পেতে। কেবল এই ম্যাচ ড্র করলেই চেয়ার পুনরুদ্ধার হবে তাদের।
২১ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে