রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬, ০১:২৩:৪৬

৪২ বছরের ইতিহাস আর নেই, ফের ভয়ংঙ্কর রুপে অস্ট্রেলিয়া

৪২ বছরের ইতিহাস আর নেই, ফের ভয়ংঙ্কর রুপে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : মনে হয়েছিল গেল গেল বুঝি এবার সবই গেল অস্ট্রেলিয়ার। ভারতের কাছে ওয়ানডে সিরিজে হার। এর পরে টি-টোয়েন্টিতে চরম লজ্জা।

ফের নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ধপাস। এই অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়িয়েছে এবার। ঘুরে দাঁড়িয়েই ফের ভয়ঙ্কর রুপে অস্ট্রেলিয়া।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে জয়পায় অস্ট্রেলিয়া। ম্যাককালামের শেষ টেস্টেও ভয়ঙ্কর রুপে অসিরা। ম্যাককালামের ইতিহাস গড়ার ম্যাচে নতুন রেকর্ড করেছেন এক অসি তারকা। ৪২ বছরের একটি ইতিহাস আর নেই।

অসি ওপেনার জো ব্যার্নস ১৭০ রানের ইনিংস খেলেছেন। গত ৪২ বছরের ইতিহাস ভেঙ্গে এটা নিউজিল্যান্ডের মাটিতে কোনো অসি ক্রিকেটারের সর্বোচ্চ রান।   

সেঞ্চুরি করেছেন স্টিভেন স্মিথও (১৩৮)। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৩৭০ রান। মাত্র ৪ উইকেট হারিয়ে অসিদের সংগ্রহ ৩৬৩ রান।

নিউজিল্যান্ডের ওভালের এই টেস্টেও হয়তো অসি দাপটেরই জয় হবে। জোড়া সেঞ্চুরির ঘ্রাণই যেন সে ইঙ্গিত দিচ্ছে।  
২১ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে