রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬, ০২:৩৩:১৪

পিএসএলে কঠিন ম্যাচে মাঠে নামছে তামিম ইকবালের দল

পিএসএলে কঠিন ম্যাচে মাঠে নামছে তামিম ইকবালের দল

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সুপার লিগে চ্যাম্পিয়ন হয়ে চমক দেখাতে পারে তামিম ইকবালের দল। পেশোয়ার জামমি আর কিছুক্ষণ পরেই এক কঠিন লড়াইয়ে মাঠে নামছে।

রোববার ধুবাইয়ে বাংলাদেশ সময় রাত আটটার দিকে শুরু হবে এই ম্যাচ। তামিম ইকবাল অবশ্য দলের সাথে নেই কিন্তু দলের সাফল্য কামনা করছেন তিনি।

রোববার রাতে ইসলামাবাদের বিপক্ষে জয় পেলে ফাইনালে যাবে পোশোয়ার জালমি। এর আগে ফাইনাল নিশ্চিত করা কোয়েটা গ্লাডিয়েটরসের বিপক্ষে মুখোমুখি হবে বিজয়ী দলটি।

সেমিফাইনালে এর আগের ম্যাচে কোয়েটার কাছে হেরে যায় জালমি। ফলে প্লে অফ পর্ব খেলতে হচ্ছে তাদের। এই ম্যাচে হেরে গেলে দু:খের আর শেষ থাকবে না তামিমের সতীর্থদের।

কেননা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া কোনো টিমের টিমের অকাল পতন হবে তাহলে। আফ্রিদি প্রস্তুত মিসবাহর বিপক্ষে মাঠে নামার জন্য।

দুই দলই জয় পেতে মরিয়া থাকবে। দলে নতুন নতুন চমক দেখার কথা। আফ্রিদি কয়েকদিন আগে তার দলের ক্রিকেটারদের সতর্ক করেছেন ভালো করার জন্য।

ফাইনালের আগে এটি পাকিস্তানের সুপার লিগের এক মহাকাব্যিক ম্যাচ। ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পাকিস্তানের সুপার লিগের শিরোপা জয়ের ম্যাচ।
২১ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে