রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:০৪:২৬

২৪ বলে সেঞ্চুরির বিশ্বরেকর্ড

২৪ বলে সেঞ্চুরির বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক : গোটা বিশ্বে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবথেকে কম বলে সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম।

এতক্ষণে জেনে গিয়েছেন যে, কিউই ব্যাটসম্যান মাত্র ৫৪ বলে ১০০ করেছেন। কিন্তু এ তো গেল টেস্ট ক্রিকেটের কথা। শনিবার অস্ট্রেলিয়ার এই কীর্তি গড়েন তিনি।

কিন্তু একদিনের ক্রিকেট, টি২০ আন্তর্জাতিক ক্রিকেট, আইপিএল এমনকি ফার্স্ট ক্লাস ক্রিকেটেও কে কত দ্রুত সেঞ্চুরি করেছেন, সেটাও তো জানতে হবে। নিন চোখ বুলিয়ে নিন, নিচের তালিকায়।

১) টেস্টে - ৫৪ বলে ১০০। ব্রেন্ডন ম্যাককালাম। (নিউজিল্যান্ড)

২) একদিনের ক্রিকেটে - ৩১ বলে ১০০। এবি ডিভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)

৩) টি২০ তে - ৪৫ বলে ১০০। রিচার্ড লেভি (দক্ষিণ আফ্রিকা)

৪) ঘরোয়া টি-টোয়েন্টি আসরে (আইপিএল)- ৩০ বলে সেঞ্চুরি। ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)

৫) ফার্স্ট ক্লাস ক্রিকেটে - ২৪ বলে সেঞ্চুরি। মার্ক পেতিনি (ইংল্যান্ড) । দেখা যায়, সবচেয়ে কম বলে সেঞ্চুরির রেকর্ডটি হয় ফার্স্ট ক্লাস ক্রিকেটে। অন্যান্য ফরমেটের জন্য এটিই যেন মডেল। -জি নিউজ
২১ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে