রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:৩৬:০৬

‘সেনাবাহিনী ব্যক্তিস্বার্থ ত্যাগ করে দেশকে আগে দেখে’

 ‘সেনাবাহিনী ব্যক্তিস্বার্থ ত্যাগ করে দেশকে আগে দেখে’

স্পোর্টস ডেস্ক: 'স্পেশাল ফোর্স ও কমান্ডোরা আমাদের মতোই সাধারণ নাগরিক। কিন্তু, তাঁরা ব্যক্তিস্বার্থ ত্যাগ করে দেশকে আগে দেখে।’ ঠিক এমনটাই ধারণা ভারত জাতীয় দলের অধিনায় মহেন্দ্র সিং ধোনির।

খেলার মাঠে কিংবা বাইরে সবসময়ই খেলাধুলা নিয়ে আলোচনা করলেও এবার দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মুখ খুললেন তিনি।

JNU কাণ্ডের জেরে যখন স্পষ্ট মেরুকরণের ইঙ্গিত মিলছে, সে সময় দেশের স্বার্থে সেনাবাহিনীর ভূমিকার কথা স্মরণ করালেন ভারতীয় ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অনেকটা কটাক্ষের সুরেই তিনি লেখেন, 'বাক স্বাধীনতা নিয়ে চলতে থাকা বিতর্কের সময় এটাও মনে রাখা উচিত যে সেনাবাহিনীর জন্য আমরা এই বিতর্ক করার সুযোগ পাই'
২১ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে