শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ০৬:৫৩:২৩

টি-টোয়েন্টি ক্রিকেট নজিরবিহীন এক ঘটনা জন্ম দিয়েছে আজ

টি-টোয়েন্টি ক্রিকেট নজিরবিহীন এক ঘটনা জন্ম দিয়েছে আজ

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেট নজিরবিহীন এক ঘটনা জন্ম দিয়েছে আজ। ২০ ওভারের ক্রিকেটে একটি দলের ১১ জনই বোলিং করেছেন। 

ঘটনাটি ঘটেছে ভারতের টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মণিপুরের বিপক্ষে দলের ১১ জনকে দিয়েই বোলিং করিয়েছে দিল্লি।

দিল্লির অধিনায়ক আয়ুশ বাদোনি সবার হাতে বল তুলে দেওয়ার পাশাপাশি ষষ্ঠ বোলার হিসেবে বল হাতে নিয়ে নিজেও করেছেন দুই ওভার। অথচ তিনি উইকেটকিপার। 

যেকোনো স্বীকৃত টি-টোয়েন্টিতে ১১ জনের বল করার ঘটনা এটাই প্রথম। এর আগে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৯ জন বোলার ব্যবহারের ঘটনা ঘটেছে বেশ কয়েকবার। এমনকি বিপিএলেও দেখা গেছে ৯ জনকে বোলিং করতে। 

১১ জনের বোলিং মোকাবেলা করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২০ রান তোলে মণিপুর। তাড়া করতে নেমে ৯ বল আর ৪ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে দিল্লি। টেস্টে ১১ বোলারের ব্যবহার ঘটেছে ৪ বার।

তবে আন্তর্জাতিক ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে অবশ্য এখন পর্যন্ত কোনো দল ৯ জনের বেশি বোলার ব্যবহার করেনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে