রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:৫৯:৫১

ভাষা শহীদের প্রতি সাব্বিরের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন

ভাষা শহীদের প্রতি সাব্বিরের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন

স্পোর্টস ডেস্ক: একুশ আমার অহংকার, একুশ আমার গর্ব। দিনটি বাংলা ভাষা-ভাষী মানুষদের জন্য অত্যান্ত গৌরবোজ্জ্বল দিন। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে রফিক, সালাম, বরকত ও জাব্বাররা মিছিল বের করলে তাদের ওপর গুলিবর্ষণ করে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী। তখন সেখানে শহীদ হন কয়েকজন তরুণ। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাকে রাষ্ট্রভাষা প্রতিষ্ঠা করেন তারা। সেইসব ভাষাশহীদদের গভীরভাবে শ্রদ্ধা জানালেন অলরাউন্ডার সাব্বির রহমান রুম্মন।

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অমর অকুশে লেখা জাতীয় পতাকার পাশে নিজের ছবি আপলোড করেন সাব্বির এবং তাতে ক্যাপশনে লেখেন‘সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। সকল ভাষা সৈনিক ও শহীদদের প্রতি জানাই বিনম্র সম্মান ও শ্রদ্ধা।
২১ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে