স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের মাটিতে আবারো শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ। এবারই প্রথম টি-২০ ফরমেটে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। এশিয়া কাপের ১৩ তম এই আসর শুরু হবে আগামী ২৪ ফেব্রুয়ারি।
এবারের টুর্নামেন্ট আয়োজনের মধ্যে দিয়ে পঞ্চমবারের মতো স্বাগতিক দেশের মর্যাদা পাচ্ছে বাংলাদেশ। এ উপলক্ষে ‘মারো চার মারো ছয়/লাল-সবুজের হবে জয়’ শিরোনামে একটি থিম সং তৈরি করা হয়েছে। গানটিতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই ও কনা।
এশিয়া কাপের থিম সংটি লিখেছেন সোহেল আফসান, সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। খেলা চলাকালীন সময়ে স্টেডিয়ামের দর্শকদের মধ্যে উদ্দীপনা জোগাতেই গানটি তৈরি করা হয়েছে। এছাড়া গানটি নিয়ে ফ্ল্যাশ মব করার পরিকল্পনাও রয়েছে আয়োজকদের।
২১ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম