স্পোর্টস ডেস্ক: আবু দুবাইয়ে চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট আসর থেকে বাংলাদেশি সেরা ক্রিকেটার সাকিব-মুশফিকের দল করাচি কিংসের বিদায় হলেও লড়াকু যুদ্ধ করে এখনো ঠিকে আছে হাট হিটার ব্যাটসম্যান তামিম ইকবালের দল পেশোয়ার জালমি। পাক ক্রিকেট বোর্ডের প্রথমবারের মতো আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলতে হলে জালমির অধিনায়ক আফ্রিদির সামনে রয়েছে আর মাত্র একটি সুযোগ।
আজ পাকিস্তান সুপার লিগের ফাইনালের উঠার লড়াই। এ লড়াইয়ে শহীদ আফ্রিদির দল জালমির মুখোমুখি হবে মিসবাহ-উল-হকের ইসলামাবাদ ইউনাইটেড।
আর এ সুযোগটা যদিও আফ্রিদি মিস করে তাহলের টুর্নামেন্ট থেকে সিটকে যাবে।
আজ দুবাইয়ে বাংলাদেশ সময় রাত ১০ টায় এ খেলাটি শুরু হবে। এই ম্যাচে জয়ী দল ফাইনালে খেলবে কোয়েটার বিরুদ্ধে। আজ হারলে আর কোনো সুযোগই থাকবে আফ্রিদিদের সামনে।
২১ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস