রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:১০:২০

মাশরাফিদের ড্রেসিংরুমে নতুন প্রযুক্তি

মাশরাফিদের ড্রেসিংরুমে নতুন প্রযুক্তি

স্পোর্টস ডেস্ক: এশিয়াকাপের বাকি আর দুইদিন। অবশ্য এরই মধ্যে বাছাই পর্বের খেলা দিয়ে বাজতে শুরু করেছে এশিয়া কাপের মাঠের লড়াইয়ের দামামা। এবারই প্রথম টি-টোয়েন্টি ফরমেটে শুরু হচ্ছে এশিয়ার ক্রিকেট দলগুলোর শ্রেষ্ঠত্বের লড়াই। তাই ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো শক্তিশালী প্রতিপক্ষের খেলার গভীর বিশ্লেষণও এখন সমানভাবে গুরুত্বপূর্ণ বিসিবি। সেই লক্ষ্যেই এবার মাশরাফিদের ড্রেসিংরুমে ঢুকে পড়ল নতুন প্রযুক্তি।

এশিয়াকাপে ঘরের মাঠে শক্ত প্রতিপক্ষ বাংলাদেশ। তবে বাংলাদেশ যত বড়ই শক্তিশালী থাকুক না কেন? যেকোনো কন্ডিশনে টি-টোয়েন্টিতে যে বিশ্ব সেরাদের কাতারে দুর্বল তা টাইগাররা ভালোভাবেই জানেন। তাই আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়ন্টি বিশ্বকাপে প্রতিপক্ষের প্রতিটি খেলোয়াড়ের ভিডিও ফুটেজ, পরিসংখ্যান, শক্তি-দুর্বলতা, ভেন্যুর পরিসংখ্যানসহ নানা মাত্রিক তথ্য-উপাত্ত বের করে খেলার পরিকল্পনা সাজানোর জন্য নতুন একটি সফটওয়্যার ব্যবহার শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির একটি সূত্র জানা যায়, নতুন এই সফটওয়্যারটি ব্যবহার করে প্রতিপক্ষের প্রতিটি খেলোয়াড় সম্পর্কে সব ধরনের তথ্য পাওয়া যাবে। তাদের খেলার ইতিহাস, সেরা পারফরম্যান্স, পরিস্থিতি বিবেচনায় খেলার ধরনসহ সব ধরনের তথ্য জানা যাবে। এমনকি, এই সফটওয়্যারটি ব্যবহার করে প্রতিপক্ষ সম্পর্কে বিস্তারিত এবং পরিচ্ছন্ন ধারণা পাওয়া যাবে। ফলে তাদের বিপক্ষে কী ধরনের পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে, সে সিদ্ধান্ত নেয়ার কাজটাও হবে আগের চেয়ে অনেক সহজ। তথ্য সূত্র- মানবকষ্ঠ
২১ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে