রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:৩১:২২

মায়ের ভাষার টানে শহীদ মিনারে মাশরাফিরা

 মায়ের ভাষার টানে শহীদ মিনারে মাশরাফিরা

স্পোর্টস ডেস্ক : ২১ মিশে আছে এ দেশের মানুষের প্রাণে-মনে। জাতীয় দলের ক্রিকেটাররা দেশের মর্যাদা বৃদ্ধির জন্য বীর সন্তানের ন্যায় কাজ করে যাচ্ছে।

সামনে তাদের এশিয়াকাপের অগ্নিপরীক্ষা। মহান ২১ শে ফেব্রুয়ারি দিন সকালে তারা হাজির হয়ে ছিলেন মিরপুরের অনুশীলন মাঠে।

সেখান থেকে তারা হাজির হন শহীদ মিনারে। মাশরাফি বিন মতুর্জার নেতৃত্বে শহীদ মিনারে আসেন টাইগার বাহিনী। পরে তারা আবার ফিরে যান অনুশীলন মাঠে।

এশিয়াকাপে টাইগারদের প্রথম অগ্নিপরীক্ষার নাম ভারত। এই লক্ষ্যে অনুশীলনে ঘাম ঝড়াচ্ছেন মাশরাফিরা। দেশের ক্রিকেট সেনারা ভাষা শহীদদের স্বরণে পুস্পস্তবক অর্পণ করেন।
২১ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে