স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের আগে শুরু হলো ঢাকা পর্বের ক্যাম্প। টাইগাররা ব্যাট-বলের অনুশীলনের পাশাপাশি জিম -টিম মিটিং আর ফিল্ডিং অনুশীলনের মধ্যে দিয়ে দিন কাটাছেন। এশিয়া কাপে শুরুর আগে বাংলাদেশের জন্য বড় সুখবর হলো ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন কাটার মাস্টার মুস্তাফিজ, রোমাঞ্চিত নিজের প্রথম এশিয়া কাপ নিয়ে।
ঢাকা পর্বের আগে খুলনা আর চট্টগ্রামে অনুশীলন করেছে জাতীয় দল। প্রস্তুতিতে সন্তুষ্ট সাতক্ষীরার এই বাহাতি পেসার। অতীতের মতো এশিয়া কাপেও দলকে দিতে চান নিজের সেরাটা। আর লক্ষের কথা জানাতে গিয়ে দ্বিধাহীন বাংলাদেশি এ পেসার। অন্যন্য তারকাদের মতো এশিয়া কাপের শিরোপা ঘরের তোলার স্বপ্ন দেখছেন কাটার মুস্তাফিজও। এছাড়াও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান জানিয়েছেন টুর্নামেন্ট শ্রেষ্ঠত্বের লক্ষ্যেই খেলবে বাংলাদেশ দল।
গত বছর জুন মাসে ভারতের বিপক্ষে অভিষেকের পর থেকে বাংলাদেশের বোলিং স্তম্ভ হয়ে উঠেছেন মুস্তাফিজ। তবে, জিম্ববুয়ের বিপক্ষে তার ইনজুরি, শঙ্কা হয়ে দেখা দেয় দলের জন্য। ২৪ ফেব্রুয়ারী ভারতের বিপক্ষের ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু হবে মাশরাফি- মুস্তাফিজরা।
২১ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস