স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ক্রিকেট বিশ্বে খেলার প্রয়োজনে ইংরেজি ভাষায় কথা বলতে হয়। তবে সব জায়গায় বাংলা ভাষায় কথা বলাটা আনন্দ আর গর্বের। রোববার দুপুরে মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে এ মনোভাব প্রকাশ করেন।
জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘অবশ্যই এটা বাংলাদেশের জাতির জন্য একটি বড় দিন এবং সেই জায়গা থেকে আমরা অনুশীলনের আগে এসে শহীদ মিনারে ফুল দেয়া। আমার কাছে মনে হয় বাংলা ভাষাকে প্রাধান্য দেয়া উচিত সবার এবং আমরা খেলোয়াড়রা যারা আছি আমরা সবসময় পছন্দ করি বাংলা ভাষায় কথা বলতে। আমাদের ইংরেজি যেটা বলতে হয় তা প্রয়োজনের খাতিরেই বলতে হয় কিন্তু এটার মানে এই না যদি ইংরেজি আমি ভাল বলতে পারি সেটাই আমার গর্ব। মাশরাফি আরো মন্তব্য করেন সব জায়গায় সব সময় বাংলা ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।- সময় টিভি
২১ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস