স্পোর্টস ডেস্ক: আসন্ন এশিয়া কাপের বাছাই পর্বের খেলায় নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ১৬ রানের জয়ের পর আজ হংকংকের বিরুদ্ধেও জয় পেয়েছে সংযুক্ত আরব আমিরাত।
রোববার ফতুল্লায় এশিয়া কাপের বাছাই পর্বে হংকংকে ৬ উইকেটে পরাজিত করে আমিরাত শিবির। টানা দুই জয়ে এশিয়া কাপের মূল পর্বের খেলার সম্ভাবনা আরও জোড়ালো করল তারা। সোমবার শেষ ম্যাচে ওমানের বিরুদ্ধে জিতলেই কোন হিসাব ছাড়াই মূল পর্বে খেলার টিকিট পাবে সংযুক্ত আরব আমিরাত।
এ দিন টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৪৬ রান সংগ্রহ করে হংকং। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন বাবর হায়াত। এছাড়া মার্ক চ্যাপম্যান ২৯, নিজাকাত খান ২৮, আনসুমান রাথ ১০ রান করেন।
১৪৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে চার উইকেট ও নয় বল হাতে রেখেই জয় তুলে নেয় আমিরাত। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন মোহাম্মদ শেহজাদ। এছাড়া মোহাম্মদ উসমান ৪১, সাইমন আনোয়ার অপরাজিত ২৫, ওপেনার রোহান মুস্তফা ১০ রান করেন।
১৮.৩ ওভারে চার উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে আমজাদ জাভেদ শিবির। হংকংয়ের হয়ে নাদিম আহমেদ, তানভির আফজাল, ম্যার্ক চ্যাপম্যান, আজিজ খান একটি করে উইকেট লাভ করেন।
২১ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম