স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যেকার চলতি টেস্ট ম্যাচটি পরতে পরতে রং বদলাচ্ছে। ব্রেন্ডন ম্যাককালামের ইতিহাস গড়া সেঞ্চুরিতে প্রথম দিনটা ছিল নিউজিল্যান্ডের। কিন্তু ক্রাইস্টচার্চে দ্বিতীয় দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে অস্ট্রেলিয়া।
রোববার হেগলি ওভালে জো বার্নস ও অধিনায়ক স্টিভেন স্মিথের তৃতীয় উইকেটে গড়া ২৮৯ রানের জুটি ব্যবধানটা গড়ে দিয়েছে। দুজনেই সেঞ্চুরি করেছেন।
সারাদিনে মাত্র ৩ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আর নিউজিল্যান্ডের ৩৭০ রানের জবাবে ৪ উইকেটে ৩৬৩ রান তুলেছে সফরকারীরা। চলতি এই টেস্ট ম্যাচটি অস্ট্রেলিয়া যদি জিততে পারে তবে টেস্ট বিশ্ব র্যাঙ্কিংয়ের ১ নম্বরে চলে যাবে।
দ্বিতীয় দিনটা তাই আক্রমণের বদলে নিজেদের গড়ে নিয়েছে তারা। দেশের বাইরে প্রথম সেঞ্চুরি পেয়েছেন ওপেনার বার্নস। ক্যারিয়ার সেরা ১৭০ রানে থেমেছেন। নিজের দশম টেস্টে এটি তার তৃতীয় সেঞ্চুরি। স্মিথ ১৩৮ রান করেছেন। ৪১তম টেস্টে ১৪তম সেঞ্চুরি তার। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় উইকেটে তাদের জুটি রেকর্ড রান করেছে।
দিনের প্রথম ১৫ মিনিটের মধ্যে ট্রেন্ট বোল্ট তুলে নিয়েছেন উসমান খাজার (২৪) উইকেট। এরপর আক্রমণের পর আক্রমণ করে গেছেন পেসাররা। ধৈর্য্য নিয়ে খেলে গেছেন দুই ব্যাটসম্যান। স্মিথের ইনিংসটি শারীরীক ও মানসিক শক্তির মিশেলে গড়া।
একবার বল এসে আঘাত করলো পেটে। চা বিরতির ঠিক আগে নেইল ওয়াগনারের বাউন্সারে মাথার পেছনে আঘাত পেলেন। লুটিয়ে পড়লেন। তারপর আবার খেলা শুরু করলেন। আর বার্নস দিনের প্রথমভাগে বেঁচেছেন রেফারেল নিয়ে। আম্পায়ার আউট দিয়েছিলেন। কিন্তু রিপ্লেতে দেখা যায় ক্যাচ হওয়ার আগে বল বার্নসের বাইসেপে লেগেছে। কঠোর পরিশ্রমে দুই অজি ব্যাটসম্যান দলকে এগিয়ে নিয়ে গেছেন। ওয়াগনার পরপর দুই ওভারে তুলে নিয়েছেন বার্নস ও স্মিথের উইকেট। এটাই নিউজিল্যান্ডের জন্য দিনের শেষভাগের সেরা সাফল্য।
২১ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম