স্পোর্টস ডেস্ক: মাত্র দুদিন আগে শিশুহত্যার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। এবার তিনি স্মরণ করলেন মহান ভাষা আন্দোলনের শহীদদের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন বাংলার এ টাইগার দলপতি।
শুধু ভাষা শহীদদেরই স্মরণই করেননি তিনি, সেই সাথে নিজের জার্সিতেও বাংলায় লিখেছেন ‘মুশফিকুর’। জার্সি নাম্বারও বাংলায় লিখেছেন ‘১৫’। রোববার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মুশফিক তার ফেসবুক পেজে ভাষা শহীদদের স্মরণে একটি স্ট্যাটাস দিয়েছেন।
তিনি সেখানে লিখেছেন, ‘আজ আমরা বাংলায় কথা বলি, একটি স্বাধীন দেশে বাস করি। তাই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সালাম, বরকত, রফিক, জব্বারদের মতো সেই সব দামাল ছেলেদের আত্মত্যাগ।
যাদের রক্তের বিনিময়ে বাঙালি পেয়েছে মায়ের ভাষায় কথা বলার অধিকার, সেসব শহীদদের স্মৃতির প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে আজ শ্রদ্ধা জানিয়েছেন লাখো মানুষ। ফুলে ফুলে ছেয়ে গেছে সালাম, বরকত, রফিক, জব্বার, সফিউরসহ নাম না জানা ভাষা শহীদদের স্মৃতির এ মিনার।
২১ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস