বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ১১:৪৫:৫৭

ওয়েস্ট ইন্ডিজকে ৩২২ রানের বিশাল লক্ষ্য দিলো বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজকে ৩২২ রানের বিশাল লক্ষ্য দিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : শুরুতেই তানজিদ তামিম এবং লিটন দাস যেভাবে উইকেট বিলিয়ে দিয়ে এসেছিলেন, তাতে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের খুব বাজে অবস্থা হতে যাচ্ছে, এমনটাই ধরে নিয়েছিলো সবাই; কিন্তু সৌম্য সরকার এবং মেহেদী হাসান মিরাজ সেই ধারণা বদলে দিলেন। 

অসাধারণ এক জুটি গড়ে বাংলাদেশকে বড় স্কোরের পথেই নিয়ে যান তারা। এরপর তাদের দেখানো পথ অনুসরণ করেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং জাকের আলী অনিক।

চারটি বড় ফিফটির ওপর ভর করে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৩২২ রানের বিশাল লক্ষ্য দিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। প্রথম দুই ম্যাচ হারের কারণে সিরিজের এই শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে। বাংলাদেশ দলের বোলাররা কি পারবেন ৩২১ রানের পুঁজিকে ধারণ করে দেশকে জয় উপহার দিতে?

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে