স্পোর্টস ডেস্ক : ন্যাশনাল ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে তামিমের ব্যাট হাসছেই। দীর্ঘদিন পর মাঠে ফিরলেও ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের কচুকাটা করছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। তার ঝড়ো ব্যাটিংয়ে সিলেটে এদিন বরিশালের বিপক্ষে চট্টগ্রামের ইনিংস থেমেছে ৭ উইকেটে ১৮২ রানে। যেখানে তামিম একাই করেছেন ৫৪ বলে ৯১ রান।
প্রথম ম্যাচে ১৩ রানে সাজঘরে ফেরার পর দ্বিতীয় ম্যাচে তামিম খেলেন ৩৩ বলে ৬৫ রানের ইনিংস। এরপর তৃতীয় ম্যাচে ধীর গতির ২১ রানের ইনিংসে সমালোচিত হওয়ার হতে হয় তাকে। এবার ফের জবাবটা দিলেন তামিম। বরিশালের বিপক্ষে তামিমের ইনিংসটি সাজানো ছিল ৬ছক্কা ও ৭ চারে।
অল্পের জন্য টি-টোয়েন্টি সেঞ্চুরি মিস করেছেন তামিম। মাত্র ৯ রান দূরে মেহেদী হাসানের বলে থামতে হয়েছে তামিমকে। তামিম ঝড় থামার পর অবশ্য বেশি দূর যায়নি চট্টগ্রামের ইনিংস। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৮২ রান তুলে থামে চট্টগ্রামের ইনিংস।
যেখানে দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে। বরিশালের বোলারদের মধ্যে ২৫ রান খরচায় ৩ উইকেট শিকার করেন মেহেদী হাসান।