রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৩:৩৯:৪৬

সাকিব কি দেশের হয়ে খেলতে পারবে? যা বলছে বিসিবি

সাকিব কি দেশের হয়ে খেলতে পারবে? যা বলছে বিসিবি

স্পোর্টস ডেস্ক : ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে সাকিব আল হাসানের ওপর বোলিংয়ে নিষেধাজ্ঞা দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। অ্যাকশন পরীক্ষায় পাস না করা পর্যন্ত ইংল্যান্ডে বোলিং করতে পারবেন না সাকিব।

এই অবস্থায় প্রশ্ন- সাকিব কি দেশের হয়ে খেলতে পারবে। ইসিবির এই নিষেধাজ্ঞা কি আইসিসিতেও কার্যকর হবে। বিসিবিও কি আমলে নেবে এই নিষেধাজ্ঞা। বিপিএল কিংবা ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে পারবেন সাকিব?- এসব নিয়ে যখন প্রশ্নের শেষ নেই সাকিব ভক্তদের মাঝে তখন বিসিবি জানিয়েছে তাদের ভাবনা।

ত্রুটিপূর্ণ বোলিং নিয়ে আইসিসির নীতিমালা ১১.৩ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘একটি জাতীয় ক্রিকেট ফেডারেশন যদি একজন বোলারকে তাদের নিজস্ব নীতিমালার অধীনে ঘরোয়া ক্রিকেটে বোলিং নিষিদ্ধ করে এবং সেই নিষেধাজ্ঞা যদি স্বীকৃত পরীক্ষাগারে মানসম্মত বিশ্লেষণী বিধি অনুযায়ী করা হয়, তাহলে সেই নিষেধাজ্ঞাকে আইসিসি আমলে নেবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে আরোপ করবে।’

শুধু আন্তর্জাতিক ক্রিকেটেই নয়, অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টের ক্ষেত্রে কী হবে সেটাও বলা আছে একই অনুচ্ছেদে, ‘অতিরিক্ত কোনো আনুষ্ঠানিকতা ছাড়া সব জাতীয় ক্রিকেট ফেডারেশন এবং তাদের অধীনস্থ ঘরোয়া ক্রিকেটেও একই নোটিশ স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। আইসিসি এবং জাতীয় ক্রিকেট ফেডারেশনগুলো সিদ্ধান্ত আরোপ ও কার্যকরের জন্য সব পদক্ষেপ বিধিসম্মতভাবে নেবে।’

অর্থাৎ এই দুই অনুচ্ছেদে পরিষ্কার, সাকিবের বোলিংয়ে দেওয়া ইসিবির এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ও ঘরোয়া প্রতিযোগিতায় প্রযোজ্য হবে। সহজ কথায় বল করতে পারবেন না সাকিব।

তবে অপর আরেকটি নীতিমালার ১১.৪ অনুচ্ছেদ বলা আছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের ঘরোয়া ক্রিকেটে সাকিবের বোলিং নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে। এই অনুচ্ছেদে বলা হয়েছে, ‘১১.১ ও ১১.৩ অনুচ্ছেদ অনুসারে সাসপেন্ড হওয়া সত্ত্বেও খেলোয়াড়কে তার জাতীয় ক্রিকেট ফেডারেশন ঘরোয়া প্রতিযোগিতায় বোলিং চালিয়ে যেতে অনুমতি দিতে পারবে (তবে কোনো বাধ্যবাধকতা থাকবে না)।’ 

অর্থাৎ বিসিবি চাইলে সাকিবের বিপিএল বা ঘরোয়া ক্রিকেটে খেলতে কোনো বাধা নেই। যদিও ক্যারিয়ারের শেষ দিকে থাকা সাকিব আর দেশের মাটিতে খেলার সুযোগ পাবেন কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন।

যা নিয়েই আজ কথা বলেছেন বিসিবির অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফিস। তিনি বলেন, ‘বিসিবির সিদ্ধান্ত অবশ্যই মিডিয়া উইংয়ের মাধ্যমে জানানো হবে। আইসিসির সঙ্গেও আমাদের যোগাযোগ হয়েছে। এটার ফলাফল কি হবে সেটা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। আইসিসির নিয়মটা খুবই সাধারণ যে কোনো খেলোয়াড়ের যদি কোথাও কোনো সমস্যা হয়, তাহলে তার দেশের ঘরোয়া লিগ খেলতে পারবে। ঘরোয়া লিগ খেলতে কোনো বাধা নেই।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে