বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ১০:৪৫:৫৪

দিতে হলো পাঁচটি সেলাই, অ্যাম্বুলেন্সে করে হাসাপাতালে নেওয়া হয়েছে যে বাংলাদেশি ক্রিকেটারকে

দিতে হলো পাঁচটি সেলাই, অ্যাম্বুলেন্সে করে হাসাপাতালে নেওয়া হয়েছে যে বাংলাদেশি ক্রিকেটারকে

স্পোর্টস ডেস্ক : এবার স্লিপে ক্যাচ নিতে গিয়ে আঙুলে আঘাত পেয়েছেন সৌম্য সরকার, তার আঙুলে পাঁচটি সেলাই দিতে হয়েছে। আঙুলে চিড় আছে কিনা তা জানতে করা হয়েছে এক্স-রে। সৌম্যর চোট কতটা গুরুতর জানা না গেলেও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই বলে জানা গেছে।

ওয়েস্ট ইন্ডিজের ইংনিসের সপ্তম ওভারের ঘটনা। তানজিম হাসান সাকিবের তৃতীয় বলটি লেন্থ থেকে কিছুটা লাফিয়ে উঠলে লেট কাট করতে গিয়ে স্লিপে ক্যাচ দেন রভম্যান পাওয়েল। সেই ক্যাচ নিতে গিয়ে ডানহাতের আঙুলে লাগিয়ে হাত ফসকান সৌম্য। ক্যাচ মিসের পাশাপাশি আঙুলে তীব্র ঘাতে ব্যথায় লুটিয়ে পড়েন তিনি। তখনই তাকে তুলে নেওয়ায় হয়। পরে দেখা যায় অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যেতে।

বাংলাদেশ দলের ম্যানেজার নাফীস ইকবাল গণমাধ্যমকে সৌম্যের আঙুলে পাঁচটি সেলাই লাগার কথা নিশ্চিত করেছেন। তবে চিড় আছে কিনা তা এখনো জানা যায়নি। চিড় না থাকলেও আঙুলে সেলাই নিয়ে শুক্রবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সৌম্যের খেলার সম্ভাবনা নেই।

এদিকে ছন্দে থাকা এই ব্যাটার প্রথম টি-টোয়েন্টিতে করেছিলেন ৩২ বলে ৪৩ রান। দ্বিতীয় ম্যাচে অবশ্য রান পানিনি। ১৮ বলে ১১ রান করে রান আউটে কাটা পড়েন তিনি। সৌম্যের ইনজুরিতে পড়ার দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ১২৯ রান করে স্বাগতিক দলকে ১০২ রানে আটকে ২৭ রানের জয় পেয়েছেন লিটন দাসরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে