স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপ জয়ের আগে থেকে আর্জেন্টিনা যেন উড়েই চলছে। তার প্রতিফলন দেখা যাচ্ছে ফিফা র্যাঙ্কিংয়ে। টানা দ্বিতীয়বারের মত সবার ওপরে থেকে বছর শেষ করতে যাচ্ছে আর্জেন্টিনা। সদ্য প্রকাশিত র্যা ঙ্কিংয়ে ১৮৬৭.২৫ পয়েন্ট নিয়ে চূড়ায় রয়েছে লিওনেল স্কালোনির দল। এছাড়া তেমন কোনো পরিবর্তন নেই তালিকায়।
নভেম্বরে প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ের পর মাঠে গড়িয়েছে মাত্র ২১টি আন্তর্জাতিক ম্যাচ। তাই বৃহস্পতিবারের প্রকাশিত নতুন তালিকায় আসেনি তেমন কোনো পরিবর্তন। সেরা দশেও কোনো পরিবর্তন নেই। তালিকার শীর্ষ তিন দলের মধ্যে পয়েন্ট ব্যবধান সামান্য।
১৮৬৭.২৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে লিওনেল মেসিরা। ১৯৫৯.৭৮ পয়েন্টে দুইয়ে রয়েছে দিদিয়ের দেশমের ফ্রান্স। এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপ জয়ী স্পেন তিনে রয়েছে ১৮৫৩.২৭ পয়েন্ট নিয়ে।
১৮১৩.৮১ পয়েন্ট নিয়ে গত আসরের ইউরো রানার্সআপ ইংল্যান্ডের অবস্থান চতুর্থ। বাজে সময়ের মধ্যে বছর শেষ করা সর্বাধিক ৫ বার বিশ্বকাপজয়ী ব্রাজিল ১৭৭৫.৮৫ পয়েন্ট নিয়ে পাঁচে। শীর্ষ দশের পরের পাঁচটি দল হলো পর্তুগাল (১৭৫৬.১২), নেদারল্যান্ডস (১৭৪৭.৫৫), বেলজিয়াম (১৭৪০.৬২), ইতালি (১৭৩১.৫১) ও জার্মানি (১৭০৩.৭৯)। ১৬৯৫.৯১ পয়েন্ট নিয়ে ১১ তে উরুগুয়ে এবং ১৬৯৪.৪৪ পয়েন্টে কলম্বিয়ার অবস্থান ১২। উন্নতি বা অবনতি কিছু আসেনি বাংলাদেশের র্যাঙ্কিংয়ে। ৮৯৮.৮১ পয়েন্ট নিয়ে তালিকার আগের অবস্থান ১৮৫ নম্বরে রয়েছে বাংলাদেশ।