স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ফুটবলে গত দু-তিন দিনে যেন সুখবরের পর সুখবরই আসছে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভুত ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরীকে বাংলাদেশের জার্সিতে পাওয়ার চেষ্টা তো গত বছর দু-তিনেক ধরেই চলছে, সেই চেষ্টায় সাফল্য এসেছে অবশেষে। দুদিন আগে ফিফার কাছ থেকে এসেছে সবুজ সংকেত, ২৭ বছর বয়সী হামজার বাংলাদেশের জার্সিতে খেলতে আর বাধা নেই।
এর মধ্যে আজ আরেক বড় সুখবর পেল বাংলাদেশের ফুটবল। এটি অবশ্য কোনো খেলোয়াড়কে নিয়ে নয়, বাংলাদেশের ফুটবলের আরেক বড় মাথাব্যথা মাঠ নিয়ে। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামকে দশ বছরের মেয়াদে ফুটবলের জন্য দিয়ে দেওয়া হয়েছে বলে আজ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এর আগে গত অক্টোবরেই অবশ্য উপদেষ্টা জানিয়েছিলেন, এমএ আজিজ স্টেডিয়ামকে ফুটবলের জন্য দেওয়ার প্রক্রিয়া চলছে।
গতকালই বাফুফে সভাপতি তাবিথ আউয়াল সংবাদ সম্মেলনে বলেছিলেন, ঢাকার বাইরে আরেকটি আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের খোঁজে আছে বাফুফে। সে লক্ষ্যে এমএ আজিজ স্টেডিয়ামকে পাওয়ার চেষ্টা চলছে বলেই জানিয়েছিলেন তিনি। এরপর আজ এল উপদেষ্টার ঘোষণা।
ঢাকায় আজ জুনিয়র ইন্টারন্যাশনাল সিরিজ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪-এর সমাপনী অনুষ্ঠানে গিয়ে এ ঘোষণা দেন আসিফ মাহমুদ। উপদেষ্টা বলেন, ‘বাফুফেকে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম দশ বছরের জন্য দেওয়া হয়েছে। সেখানে সংস্কার কাজ করে ফুটবল শুরু হতে পারে। এই স্টেডিয়ামের (বঙ্গবন্ধু) কাজ ডিসেম্বরের মধ্যেই শেষ হওয়ার কথা আমাকে জানানো হয়েছিল। জানুয়ারি থেকে এখানেও খেলা শুরু করতে পারে।’
যুব ও ক্রীড়া উপদেষ্টা কথা বলেছেন হামজা চৌধুরীকে নিয়েও। হামজার হাত ধরে বাংলাদেশের ফুটবল বদলাবে বলে আশার কথা জানিয়েছেন আসিফ মাহমুদ, ‘বাফুফেকে ধন্যবাদ, তারা বেশ কিছুদিন ধরেই হামজার বিষয়ে ফিফার সঙ্গে কাজ করছিল। হামজা আসায় আমাদের পারফরম্যান্স সামনের দিনগুলোতে আরও ভালো হবে। তিনি আসায় আমি আশা করি বাংলাদেশের ফুটবল বদলাবে। তাঁর মাধ্যমে এটা একটা শুরু। বাংলাদেশের অনেকেই যাঁরা বিভিন্ন ক্লাবে খেলেন, হামজা চৌধুরীর বিষয়টি সবার মধ্যে বাংলাদেশের হয়ে খেলার আশা সঞ্চার করবে।’