বৃহস্পতিবার, ০২ জানুয়ারী, ২০২৫, ১০:০৮:১৯

আর্জেন্টিনা : ৫, ব্রাজিল : ১

আর্জেন্টিনা : ৫, ব্রাজিল : ১

স্পোর্টস ডেস্ক : প্রথমবার ফুটসালের র‌্যাঙ্কিং প্রকাশ করলো আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- ফিফা। নারী ও পুরুষ উভয় বিভাগে যেখানে শীর্ষে অবস্থান করছে ব্রাজিল।তবে নারী বিভাগের তুলনায় পিছিয়ে আর্জেন্টিনার পুরুষরা। অন্যদিকে পুরুষ বিভাগে স্থান না পেলেও নারী বিভাগে ৪৪তম স্থানে বাংলাদেশ।

ফুটসাল, ফুটবলেরই আরেকটি সংস্করণ। যেখানে ফুটবলের তুলনায় মাঠ ও গোলপোস্টের আকার ছোট। মূল ফুটবলের তুলনায় খেলোয়াড়ের সংখ্যাটাও থাকে কম। এক কথায়, ইনডোরে পাঁচজনের যে ফুটবল, সেটাই ফুটসাল। ইউরোপ, লাতিন আমেরিকাসহ সারা পৃথিবীব্যাপী এ খেলাটি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে।

ফিফার স্বীকৃতিতে ১৯৮৯ সাল থেকে নিয়মিত এর বিশ্ব আসরও বসছে। তবে এতদিন এর কোনো র‌্যাঙ্কিং ছিল না। সোমবার (৬ মে) প্রথমবার ফুটসালের র‍্যাঙ্কিং প্রকাশ করে ফিফা। ফুটসালের প্রথম র‍্যাঙ্কিংয়ে পুরুষ বিভাগের হিসাবটা করা হয়েছে ৪৬০০টি ফিফা ‘এ’ ম্যাচের ফলের ভিত্তিতে। ফিফার সদস্য দেশগুলোর মূল জাতীয় দল মুখোমুখি হলেই আন্তর্জাতিক ‘এ’ ম্যাচের মর্যাদা পায়।

প্রথম প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে নারী-পুরুষ উভয় বিভাগেই শীর্ষে আছে ব্রাজিল। ফুটসালে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের পর পুরুষ বিভাগের দুইয়ে অবস্থান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগালের। দ্বিতীয় সর্বোচ্চ দুবারের চ্যাম্পিয়ন স্পেনের অবস্থান তিনে। এশিয়ার দেশ ইরান চারে আর ২০১৬ সালের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আছে পাঁচে।

ফুটসালের প্রথম ফিফা র‍্যাঙ্কিংয়ে আছে মোট ১৩৯টি দল। এই ১৩৯ দেশের মধ্যে নেই বাংলাদেশের নাম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার ওপরে মালদ্বীপ। তাদের অবস্থান ১১০ নম্বরে। নেপাল ১২১ নম্বরে আর ভারত ১৩৫ নম্বরে।

পুরুষ বিভাগে না থাকলেও নারী বিভাগে বাংলাদেশের অবস্থান ৪৪তম। নারী বিভাগে জায়গা করে নেয়া মোট ৬৯টি দেশের মধ্যে শীর্ষে আছে  ব্রাজিল। দুইয়ে স্পেন, তিনে পর্তুগাল, চারে আর্জেন্টিনা আর পাঁচে কলম্বিয়া। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে