স্পোর্টস ডেস্ক : খেলা চলাকালে অনেক রকম ঘটনাই ঘটে। প্রিয় ক্রিকেটারকে কাছ থেকে দেখার জন্য বা একবার ছোঁয়ার জন্য কত কিছুই করেন ‘পাগলা’ ফ্যানরা। নিরাপত্তাকর্মীদের চোখে ধুলো দিয়ে সমর্থকদের ক্রিকেট মাঠে ঢুকে পড়াও নতুন নয়।
তেমনই এক আজব ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে। তবে এক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম হচ্ছে, দর্শক সোজা মাঠে ঢুকে পড়ে টাকা উড়িয়েছেন।
দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ছত্রপতি শিবাজি মহারাজ ময়দানে চলছিল সাত ওভারের ম্যাচ। খেলার মাঝে হঠাৎই মাঠে ঢুকে পড়েন এক দর্শক। স্থানীয় ম্যাচ হওয়ায় নিরাপত্তার তেমন কড়াকড়ি ছিল না।
ব্যাট করছিলেন পবন-ফারদিন নামের স্থানীয় দুই ক্রিকেটার। শুরুতেই ২ উইকেট পড়ে যাওয়ার পরেও পবন-ফারদিনের দাপটে তাদের দল ৬ ওভারে ৮৪ রান তোলে। এর মধ্যে পবন করেন ৯ বলে ৩৫। মাঠে নামার পর প্রথম বল থেকেই মারতে শুরু করেছিলেন পবন। তার ব্যাটিং দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন দর্শকরাও। তাদের মধ্যে একজন মাঠে ঢুকে পড়েন ওভার শেষে। সোজা চলে যান সে সময় নন স্ট্রাইকিং প্রান্তে থাকা পবনের কাছে। কেউ কিছু বোঝার আগে পকেট থেকে এক গোছা ৫০০ টাকার নোট বের করে পবনের মাথার ওপর উড়িয়ে দেন।
তারপর পবনকে জড়িয়ে ধরে ধীরে ধীরে মাঠ থেকে বেরিয়ে যান। অত্যুৎসাহী ওই সমর্থকের কাণ্ডকারখানা দেখে উচ্ছ্বাসের বাধ ভাঙে অন্য দর্শকদেরও। অনেকেই মাঠে ঢুকে পড়েন। বেশ কয়েক জনকে দেখা যায় মাঠে ছড়িয়ে থাকা ৫০০ টাকার নোটগুলো কুড়িয়ে নিতে। দু’এক জন টাকা নিয়ে চলে গেলেও বাকিরা, টাকা তুলে দেন পবনের হাতে। গোটা ঘটনায় ক্রিকেটার, আম্পায়ারেরা এক রকম বাক্রুদ্ধ হয়ে যান। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।