শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫, ০৩:০৩:২৬

ভালো হতে পারছেন না ক্রিকেটার সাব্বির! আনলেন যে অভিযোগ

 ভালো হতে পারছেন না ক্রিকেটার সাব্বির! আনলেন যে অভিযোগ

স্পোর্টস ডেস্ক : গত বিপিএলে অবিক্রিত ছিলেন সাব্বির রহমান। তবে এবার ড্রাফট থেকে হার্ডহিটার এই ব্যাটারকে দলে ভেড়ায় ঢাকা ক্যাপিটালস। তবে প্রথম তিন ম্যাচে ছিলেন না একাদশে। ঢাকার প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন জানিয়েছিলেন, শৃঙ্খলা ভঙের কারণেই প্রথম তিন ম্যাচে একাদশে ছিলেন না সাব্বির। 

সাব্বিরের শৃঙ্খলা ভঙ নতুন কিছু নয়। এই কারণে অনেকবার পেয়েছেন নিষেধাজ্ঞা। দিয়েছেন বড় অঙ্কের জরিমানা। ক্ষমা চেয়ে ভালো হয়ে যাওয়ার অঙ্গীকারও করেছেন। তবে হয়নি কোনো লাভ। আশেপাশে কিছু লোক ভালো হতে দিচ্ছে না বলে মন্তব্য করেছেন সাব্বির।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) চিটাগং কিংসের বিপক্ষে ৩৩ বলে ৮২ রানের ঝড়ো ইনিংস খেলেছেন সাব্বির। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শৃঙ্খলা প্রসঙ্গে তিনি বলেন, ‘ছোট থেকেই তো সবকিছু সামলাচ্ছি। কোচের সাথে কথা হয়েছে, ফ্যামিলি ইস্যু ছিল। উনি হয়তোবা বুঝতে পারেননি। ইন্টার্নাল কথাগুলা প্রেসে না বলাই ভালো।’ 

তিনি আরও বলেন, ‘যেহেতু সাব্বির রহমান, কিছু হলেই ডিসিপ্লিনের কথা চলে আসে। আমি চেষ্টা করি ঠিক করার জন্য। আশেপাশের কিছু লোক হয়তো ভালো হতে দিচ্ছে না, পুশ করছে আমাকে। এটা নিয়ে আসলে আমি অত চিন্তিত না। আমার কাজ খেলা, পারফর্ম করা সেটাই করছি এখন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে