স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে চারদিকে নানা গুঞ্জন। ইতোমধ্যে অবসর নিয়ে ফেলায় তামিম ইকবাল আলোচনায় নেই। বোলিংয়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়া সাকিব আল হাসানও যে থাকছেন না এটাও নিশ্চিত। এবার বাদ পড়তে যাচ্ছেন আরও এক পরিচিত মুখ।
আর মাত্র একদিন পরই জানা যাবে বাংলাদেশের কোন ১৫ জন বিমান ধরছেন। সব ঠিক থাকলে আগামীকাল রোববার দুপুর সাড়ে বারোটায় ঘোষণা হবে টিম টাইগার্সের চ্যাম্পিয়ন্স ট্রফির দল।
তামিম-সাকিবের পর আলোচনায় উইকেটকিপার ব্যাটার লিটন দাস। জানা যাচ্ছে, স্কোয়াডে নাম নেই তারও! বিশ্বস্ত সূত্রে ঢাকা পোস্ট নিশ্চিত হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই টাইগার এই উইকেটকিপার ব্যাটার! বাজে ফর্মে থাকায় তার উপর থেকে নির্ভারতা হারিয়েছেন নির্বাচকরা। শোনা যাচ্ছে, লিটনের বদলে দলে জায়গা পাচ্ছেন তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন।
সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে দলের সঙ্গে থাকলেও খুব একটা খেলা হয়নি ইমনের। একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে করেছিলেন ৩৯ রান। এবার বড় মঞ্চে খেলার সুযোগ পেতে পারেন তরুণ তুর্কি।
এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড জমা দেওয়ার পরেও টুর্নামেন্ট শুরুর আগ পর্যন্ত পরিবর্তনের সুযোগ পাবে দলগুলো।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড
তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তাসকিন আহমেদ।