রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫, ০২:৩২:৫৬

আজহারীর সঙ্গে ছবি পোস্ট করে যা লিখলেন ক্রিকেটার সাইফউদ্দিন

আজহারীর সঙ্গে ছবি পোস্ট করে যা লিখলেন ক্রিকেটার সাইফউদ্দিন

স্পোর্টস ডেস্ক : ২০২০ সালে দেশ ছাড়ার পাঁচ বছর পর মাহফিলের মঞ্চে ফিরেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। দেশে ফিরে ইসলামের বাণী প্রচার করছেন তিনি। পাশাপাশি দেশের সামাজিক ও রাজনৈতিক ইস্যুতেও কথা বলছেন ইসলামি এই বক্তা। ফলে সব শ্রেণি-পেশায় তার ভক্ত ও গ্রহণযোগ্যতা রয়েছে।

তেমনি ক্রিকেট অঙ্গনেও রয়েছে তার ভক্ত। ফেসবুক পোস্টে সেই কথাই জানান দিলেন জাতীয় দলের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

রবিবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক স্ট্যাটাসে সাইফউদ্দিন ড. মিজানুর রহমান আজহারী সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘আমার প্রিয় ব্যক্তিত্বের মধ্যে একজন।’

২০২০ সালের শুরুতে মাহফিল বন্ধ রেখে যখন তিনি মালয়েশিয়ায় পাড়ি জমান, তখন ফেসবুক আইডিতে লিখেন, ‘পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য’ তিনি আগামী মার্চ পর্যন্ত সব ওয়াজ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়া যাচ্ছেন।

পরে আর দেশে ফেরেননি তিনি। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ২ অক্টোরব দেশে ফেরেন তিনি। এক সপ্তাহ দেশে থেকে আবারো মালয়েশিয়ায় যান। পরে আবার দেশে ফিরে বিভিন্ন জায়গায় মাহফিল করছেন। তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে