মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫, ০৫:১৯:০৮

পিএসএলে দল পাওয়া রিশাদকে যা বললেন তামিম

পিএসএলে দল পাওয়া রিশাদকে যা বললেন তামিম

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম থেকে বাংলাদেশের ক্রিকেটাররা খালি হাতে ফিরেছিলেন। তবে সে তুলনায় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফট ভালোই কেটেছে। নাহিদ রানা, লিটন দাস এবং রিশাদ হোসেন এই টুর্নামেন্টে দল পেয়েছেন।

এর মধ্যে গোল্ড ক্যাটাগরিতে প্রায় ৬০- লাখ টাকা খরচ করে নাহিদকে দলে টেনেছে পেশোয়ার জালমি। আর সিলভার ক্যাটাগরি থেকে সমান ৩০ লাখ টাকা করে ব্যয়ে লিটন দাস এবং রিশাদ হোসেনকে দলে টেনেছে যথাক্রমে করাচি কিংস ও লাহোর কালান্দার্স।

দল পাওয়ার পরদিন মঙ্গলবার (১৪ জানুয়ারি) চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন এই লেগস্পিনার। বলেছেন, ‘যেকোনো জায়গায় সুযোগ পাওয়া ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ। আমি কোনো কিছু আশা করি না, আইপিএল বিগ ব্যাশ বা পিএসএল। আপাতত বিপিএলে ফোকাস করছি। যখন সেটা আসবে আমি চেষ্টা করব।’ 

খবর পেয়েও খুব স্বাভাবিক ছিলেন বলেই জানালেন রিশাদ, ‘আমার এজেন্ট আমাকে বলসিল যে তুমি পিএসএলে লাহোর কালান্দার্সে চান্স পেয়েছো। আমি আগে থেকেই ভাবছিলাম আমাকে নেওয়ার সুযোগ ছিল। ফলে নরমাল ছিলাম।’

পিএসএলে দল পাওয়ার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তার দল ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালও অভিনন্দন জানান রিশাদকে। সেটাও গণমাধ্যমের কাছে শোনালেন তিনি, ‘(তামিম ভাই) অভিনন্দন জানিয়েছে। বলেছে ভালো ফ্র্যাঞ্চাইজি, খেলে মজা পাবা।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে