শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫, ০৩:২৪:২৫

কী ঘটেছিল তামিমের সঙ্গে? যা জানালেন সাব্বির

কী ঘটেছিল তামিমের সঙ্গে? যা জানালেন সাব্বির

স্পোর্টস ডেস্ক : বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঘটে এক অপ্রীতিকর ঘটনা। খেলা চলাকালীন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল ও ঢাকা ক্যাপিটালসের সাব্বির রহমানের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। যা নিয়ে মুখ খুলেছেন সাব্বির নিজেই।  ঘটনাটি ঘটে বরিশালের ইনিংসের নবম ওভারে।

ঢাকার দেয়া ১৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে থাকা তামিম ও ডেভিড মালান ওই ওভারের দ্বিতীয় বলে রান নিতে গিয়ে সাব্বির রহমানের ফেইক ফিল্ডিংয়ের শিকার হন। সাব্বির বাউন্ডারিতে দাঁড়িয়ে বলটি আটকান, কিন্তু সরাসরি উইকেটরক্ষককে না দিয়ে সেটি ফেলে দেন, যা ক্রিকেটে 'ফেইক ফিল্ডিং' নামে পরিচিত। তামিম এই আচরণে বেশ ক্ষিপ্ত হন এবং সাব্বিরকে উদ্দেশ্য করে বলেন, ‘বেশি লাগতে যেও না সাব্বির, বেশি লাগতে যেও না।’ এরপর আরো কিছু কথা বলা হলেও তা স্পষ্ট শোনা যায়নি।

উত্তেজিত সাব্বির তামিমের দিকে এগিয়ে গেলেও ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা ও ফিল্ড আম্পায়াররা দ্রুত পরিস্থিতি সামাল দেন।
এবার সে অপ্রীতিকর ঘটনা নিয়ে কথা বলেছেন সাব্বির। রাগ-ক্ষোভ প্রকাশ না করে বরং জানিয়েছেন, তামিমের প্রতি শ্রদ্ধার কথা। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সাব্বির বলেন, ‘মাঠের মধ্যে যে ঘটনাই হোক, এটা মাঠের মধ্যেই শেষ হয়ে যায় আমাদের।

তামিম ভাই আমার সিনিয়র বড় ভাই। রেসপেক্টেড বড় ভাই এবং লেজেন্ড ক্রিকেটার। এরকম ক্রিকেটার বাংলাদেশে আসবে ও না, আমি জানি। ওনার হিট দ্য মোমেন্টে এটা হয়ে গেছে। আমি ওটা কিছু মনে করিনি।

উনি আমার খুবই ক্লোজ বড় ভাই। উনার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। আশা করছি , সম্পর্কটা চিরস্থায়ী থাকবে। ভবিষ্যতেও ভালো যাবে।’

এদিকে, তামিম ইকবালের মেজাজ হারানো নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ আলোচনা চলছে। এর আগেও প্রতিপক্ষ খেলোয়াড়দের ওপর চটে যেতে দেখা গেছে তাকে। তবে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে