মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫, ০৬:১৭:২৭

বিশ্বের ৫ ধনী নারী ক্রিকেটারের তালিকায় আছেন যারা

বিশ্বের ৫ ধনী নারী ক্রিকেটারের তালিকায় আছেন যারা

আল-মামুন: একটা সময়ে খেলাধুলা ছিল শখের বিষয়; কিন্তু ক্রীড়াঙ্গনে পেশাদারিত্ব আশার পর থেকে খেলা এবং খেলোয়াড়দের কদর অনেক বেড়েছে। বর্তমান সময়ে খেলাধুলায় ক্যারিয়ার গড়ে অন্য পেশার মানুষের চেয়ে তুলনামূলক বেশি সফল হচ্ছেন ক্রীড়াবিদরা।

বর্তমান সময়ে বিশ্ব ক্রীড়াঙ্গনে সবচেয়ে আলোচনায় রয়েছেন ফুটবলাররা। তবে এশিয়া অঞ্চলে সবচেয়ে বেশি সফল ক্রিকেটাররা। ক্রিকেট খেলে অনেকেই তারকা বনে গেছেন। হয়েছেন কোটি কোটি টাকার মালিক। আজ আমরা এমন ৫ জন নারী ক্রিকেটার সম্পর্কে জানব; যারা ক্রিকেট খেলেই কোটি কোটি টাকার মালিক হয়েছেন।

এলিস পেরি

এ তালিকায় শীর্ষে আছেন অস্ট্রেলিয়ান তারকা এলিস পেরি। তিনি ১৪ মিলিয়ন মার্কিন ডলারের মালিক। নারী ক্রিকেটারদের মধ্যে তিনি শীর্ষ ধনী।

তিনি ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে অনেক টাকা আয় করেন এবং বিভিন্ন লিগে খেলেন যেমন- উইমেনস বিগ ব্যাশ লিগ, উইমেনস প্রিমিয়ার লিগ এবং দ্য হান্ড্রেড উইমেন্সে খেলে অনেক টাকা আয় করেন। 

মেগা ল্যানিং

এ তালিকায় দ্বিতীয় পজিশনে আছেন অস্ট্রেলিয়ার আরেক তারকা ক্রিকেটার মেগা ল্যানিং। তার মোট সম্পদের পরিমাণ ৯ মিলিয়ন মার্কিন ডলার। ল্যানিং ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়কদের একজন।

সাবেক এই অস্ট্রেলিয়ান তারকা ক্রীড়াঙ্গনে বিশ্ব দূত হিসেবে ভূমিকা পালন করেন। শীর্ষস্থানীয় ব্র্যান্ডের অনুমোদনসহ ল্যানিংয়ের প্রভাব ক্রিকেট মাঠের বাইরেও রয়েছে। তিনি ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে অনেক টাকা আয় করেন। এছাড়া বিভিন্ন দেশের লিগে খেলে টাকা আয় করে থাকেন। 

মিতালি রাজ 

নারী ক্রিকেটারদের মধ্যে সম্পদের দিক থেকে তৃতীয় সেরা ধনী মিতালি রাজ। ভারতীয় নারী দলের সাবেক এই অধিনায়ক ৫ মিলিয়ন ডলারের মালিক। ভারতে নারী ক্রিকেটের বিকাশে তার অবদান অনেক। তিনি দুই দশকেরও বেশি সময় ধরে, ধারাবাহিকভাবে পারফর্ম করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। 

তিনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআিই) চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে অনেক টাকা আয় করেন। তিনি নারী আইপিএলে গুজরাট জায়ান্টসের পরামর্শদাতা হিসেবে অর্থ আয় করে থাকেন। এছাড়া বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি রয়েছে। 

স্মৃতি মান্ধানা

এ তালিকায় চতুর্থ পজিশনে আছেন ভারতীয় তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা। তিনি ৪ মিলিয়ন ডলারের মালিক। তিনি ভারতীয় ক্রিকেট দলের হয়ে ২০১৭ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেন। তিনিও বিসিসিআই, ওমেন্স আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং দ্য হান্ড্রেড টুর্নামেন্টে অধিনায়কত্ব করে অনেক টাকা আয় করে থাকেন।

হরমনপ্রীত কৌর

নারী ক্রিকেটারদের মধ্যে সম্পদের দিক থেকে পঞ্চম পজিশনে আছেন ভারতীয় নারী দলের বর্তমান অধিনায়ক হরমনপ্রীত কৌর। তার সম্পদের পরিমাণ ৩ মিলিয়ন ডলার। তার নেতৃত্বে ভারত ২০২৩ সালের এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছে। তিনি বিসিসিআইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে অনেক টাকা আয় করেন, নারী আইপিএল থেকে তার আয় হয়। এছাড়া নারীদের বিগব্যাশে অংশ নিয়েও অনেক টাকা আয় করে থাকেন তিনি। - সূত্র :যুগান্তর 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে