স্পোর্টস ডেস্ক : নতুন ধারার বিপিএল আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে ভক্তদের হতাশ করেছে বিসিবির নতুন নেতৃত্ব। সেরা বিপিএল হওয়া তো দূরের কথা, উল্টো এবারের বিপিএল অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতিতে অতীতের সব রেকর্ড ভেঙেছে। পারিশ্রমিক ইস্যু তো শুরু থেকেই ছিল। শেষদিকে এসে যুক্ত হয়েছে ফিক্সিংয়ের মতো গুরুতর অভিযোগ।
বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ অবশ্য এবারই প্রথম নয়, তবে এত খেলোয়াড় এবং ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে অভিযোগ এর আগে কখনোই ওঠেনি। চারটি ফ্র্যাঞ্চাইজির আটটি ম্যাচকে ঘিরে এবারের বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। সবমিলিয়ে বলা যায়, এবারের বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের ঘটনা সাড়া ফেলেছে বেশ।
বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে আকসু। সেই তদন্ত চলমান থাকাবস্থায়ই আজ এই ইস্যুতে কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। প্রতিশ্রুতি দিয়েছেন ফিক্সিং তদন্তে সরকারি সহযোগিতার।
তিনি বলেন, ‘এনএসসি থেকে একটা সত্য অনুসন্ধান কমিটি করে দেওয়া হয়েছে। এবং ফিক্সিংয়ের যে অভিযোগটা এসেছে সেটার ভিত্তিতে বিসিবি একটি স্বাধীন স্বতন্ত্র কমিটি গঠন করবে সেটার অনুসন্ধান করার জন্য। এবং সরকারের পক্ষ থেকে যা সহযোগিতা করা যায় আমরা বিসিবিকে করব। যত দ্রুত এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যেগুলো ঘটেছে সেগুলোর অ্যাড্রেস করছি।’
এবারের বিপিএল শুধু ফিক্সিং ইস্যুতেই আলোচনায় আসেনি। খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া রাখার ইস্যুটিও এবার চরম রূপ লাভ করেছে। সে বিষয়ে উপদেষ্টা বলেন, ‘আমরা আজকে রাজশাহীর মালিকের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে তিনি পেমেন্টটা ক্লিয়ার করবেন। পরবর্তীতে যদি না করেন তাহলে কথা বলার মত থাকবে না। আমরা আইনি ব্যবস্থা নিব। আমি স্পষ্টভাবে বলেছি যে আপনারা এটা যদি পে করতে ব্যর্থ হন আমাদের আইনি প্রক্রিয়ায় যেতে হবে।’